অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশীষ দত্ত, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং দুর্গাপুর নগর নিগম পৌর প্রশাসক মন্ডলীর চেয়ার পার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়। এছাড়াও যোগ দেন মোহনবাগান ক্লাবের একাধিক কর্মকর্তা এবং দুর্গাপুর মোহনবাগান ফ্যান ক্লাবের সদস্যরা। দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে দুর্গাপুরের তিনজন প্রতিভাবান খেলোয়াড়কে বিশেষভাবে সংবর্ধিত করা হয়।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : জাতীয় ফুটবল দিবসে দুর্গাপুরে মোহনবাগান ফ্যান ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি। জাতীয় ফুটবল দিবস উপলক্ষে দুর্গাপুর মোহনবাগান ফ্যান ক্লাবের উদ্যোগে সিটি সেন্টারের এক বেসরকারি হোটেলে আয়োজিত হলো রক্তদান শিবির। এই বিশেষ দিনে ক্লাবের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এক মহৎ অঙ্গীকার—দুর্গাপুরের মোহনবাগান এভিনিউতে এক হাজার গাছ লাগানো হবে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে।
No comments:
Post a Comment