তাদের দাবি, এই রায় শুধু নিরীহ পথকুকুরদের জীবনকেই বিপন্ন করবে না, বরং মানবিকতারও পরিপন্থী। তাঁরা সরকারের কাছে দ্রুত বিকল্প পদক্ষেপ গ্রহণের আবেদন জানান পাশাপাশি বৃহত্তর আন্দলেরও হুশিয়ারি দেন তাঁরা। বিক্ষোভ মঞ্চে উপস্থিত এক পশুপ্রেমী বলেন, “পথকুকুররা আমাদের শহরেরই অংশ, তাদের প্রতি দায়িত্ব ও সহমর্মিতা দেখানো মানুষের কর্তব্য।”শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা পশুপ্রেমীরা একত্রিত হয়ে জানিয়ে দিলেন— প্রাণীদের নিরাপত্তা ও বাঁচার অধিকার রক্ষায় আন্দোলন আগামী দিনেও চলবে।রাজধানী দিল্লির লোকালয় থেকে সমস্ত পথকুকুর সরিয়ে দেওয়ার সুপ্রিম কোর্টের রায়ের পরেই উঠেছে বিতর্কের ঢেউ। নড়েচড়ে উঠেছেন পশুপ্রেমীরা। প্রত্যেকের প্রশ্ন একটাই এতো পথ কুকুরকে রাখার কোন পরিমিত আশ্রয়কেন্দ্র না থাকা সত্ত্বেও কিভাবে সর্বোচ্চ আদালত এই রায় ঘোষণা করে? প্রত্যেক এলাকা ভিত্তিক আলাদা আলাদা কুকুরদের আশ্রয়কেন্দ্রের কথা বলা হলেও সেই পরিকাঠামো আদতে নেই। যেখানে এক এলাকার কুকুর আরেক এলাকার কুকুরদের সাথে কোনমতেই থাকতে পারেনা, সেখানে সমস্ত পথ কুকুরদের একসাথে একই আশ্রয়কেন্দ্রে রাখার মানে হল তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। এরই প্রতিবাদে একজোটে সরব হয়েছেন সমস্ত পশুপ্রেমীরা। আন্দোলনের ঢেউ শুরু হয়েছে ইস্পাতনগরী দুর্গাপুরেও।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদে দুর্গাপুরে পশুপ্রেমীদের বিক্ষোভ। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সারমেয় সংক্রান্ত রায়ের প্রতিবাদে রবিবার বিকেলে পথে নামলেন পশুপ্রেমীরা। দুর্গাপুর নগর নিগমের সামনে জড়ো হয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে তাঁরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান।
No comments:
Post a Comment