এদিন উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুবীর রায় এছড়াও উপস্থিত ছিলেন সিআই রনবীর বাগ, নিউ টাউনশিপ থানার ওসি নাসরিন সুলতানা সহ নিউ টাউনশিপ থানার সমস্ত পুলিস আধিকারিকেরা । এসিপি নিজের হাতে মালিকদের কাছে মোবাইলগুলি তুলে দেন এবং এই সাফল্যের জন্য নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা ও তার টিমকে আন্তরিক অভিনন্দন জানান।
এসিপি সুবীর রায় বলেন, “এই উদ্যোগ প্রমাণ করে পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষাতেই নয়, সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতেও অঙ্গীকারবদ্ধ।” মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকেরা । তাঁরা পুলিসের এই এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন।এই পদক্ষেপে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক আরও দৃঢ় হল, যা ভবিষ্যতে অপরাধ দমন ও জনসুরক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে।
No comments:
Post a Comment