DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, August 15, 2025

ফিরে পাওয়া অনুষ্ঠানে নিউ টাউনশিপ থানা এলাকার প্রচুর মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিলো

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : হারানো মোবাইল পুনরুদ্ধার করে নজির গড়ল দুর্গাপুর নিউ টাউনশিপ থানা ।স্বাধীনতা দিবসের প্রাক্কালে মানবিক উদ্যোগে নজির গড়ল দুর্গাপুর নিউ টাউনশিপ থানা। বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ৩০টিরও বেশি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে উদাহরণ স্থাপন করল তারা। জানা গেছে, দীর্ঘদিন ধরে নিউ টাউনশিপ থানার পুলিশ আধিকারিকেরা ধাপে ধাপে তদন্ত চালিয়ে মোবাইলগুলির অবস্থান চিহ্নিত করেন। আধুনিক প্রযুক্তির সহায়তায় এবং ধারাবাহিক তল্লাশির মাধ্যমে একের পর এক মোবাইল উদ্ধার সম্ভব হয়। অবশেষে, স্বাধীনতা দিবসের দিন এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সেগুলি ফেরত দেওয়া হয়।
এদিন  উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুবীর রায় এছড়াও উপস্থিত ছিলেন সিআই রনবীর বাগ, নিউ টাউনশিপ থানার ওসি নাসরিন সুলতানা সহ নিউ টাউনশিপ থানার সমস্ত পুলিস আধিকারিকেরা । এসিপি নিজের হাতে মালিকদের কাছে মোবাইলগুলি তুলে দেন এবং এই সাফল্যের জন্য নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা ও তার টিমকে আন্তরিক অভিনন্দন জানান।
এসিপি সুবীর রায় বলেন, “এই উদ্যোগ প্রমাণ করে পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষাতেই নয়, সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতেও অঙ্গীকারবদ্ধ।”  মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকেরা । তাঁরা পুলিসের এই এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন।এই পদক্ষেপে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক আরও দৃঢ় হল, যা ভবিষ্যতে অপরাধ দমন ও জনসুরক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot