DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, August 14, 2025

দুর্গাপুরের গুরু তেগ বাহাদুর স্কুলের উদ্যোগে ইস্ট জোন ক্লাসটার টু কাবাডি টুর্নামেন্ট

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর : দুর্গাপুরের গুরু তেগ বাহাদুর স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে সিবিএসসি ইস্ট জোন ক্লাস্টার টু কাবাডি টুর্নামেন্ট। চলতি বছরের এই টুর্নামেন্ট ১৫-১৬ ও ১৭ অগাস্ট অনুষ্ঠিত হবে এই স্কুলের দুটি কাবাডি কোর্টে। আয়োজক গুরু তেগ  বাহাদুর স্কুলের অধ্যক্ষা সুতপা আচার্য জানান, আন্ডার ১৪ আন্ডার ১৭ আন্ডার ১৯ এই তিন বিভাগে প্রতিযোগিতা হবে। মোট ৬০০ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী ইতি মধ্যেই এসে পৌঁছেছেন দুর্গাপুরের স্কুলে। দেশের ২১টি সিবিএসসি  স্কুলের  টিম  ইতিমধ্যেই দুর্গাপুরে এসে উপস্থিত হয়েছে নিজস্ব স্কুলের  কবাডি দল নিয়ে । তিন বিভাগের বিজয়ী প্রার্থীরা জাতীয় কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এই টুর্নামেন্ট আয়োজনকে ঘিরে স্কুলে ছাত্রছাত্রী সহ খেলোয়াড়দের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot