DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, July 30, 2025

দুর্গাপুরে বীরভানপুর শ্মশানে দাহ করতে এসে দামোদরে তলিয়ে গেল এক যুবক

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : কাকার অস্থি ভাসাতে গিয়ে  দামোদরের ভেসে গেল ভাইপো। হুলুস্থুল পরিস্থিতি দুর্গাপুরের বীরভানপুর শ্মশান ঘাটে। তলিয়ে যাওয়া যুবকের নাম সুব্রত পাল (২৬)। দুর্গাপুরের নেতাজি নগর কলোনি চাষী পাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় সুশান্ত পাল নামের এক ব্যক্তির মৃতদেহ দাহ করতে যায় পরিবার- পরিজনদের সঙ্গে সুব্রত পাল। প্রচন্ড বৃষ্টি এবং দামোদরে ছিল ভীষণ স্রোত । সন্ধ্যায় মৃতদেহ দাহর পর রাতে সুশান্তবাবুর অস্থি বিসর্জন করতে দামোদর নামে বেশ কয়েকজন। তখনই ভরা দামোদরে সুব্রত তলিয়ে যাচ্ছে দেখে আরো দুজন সুব্রতকে বাঁচানোর চেষ্টা করে। তারাও তলিয়ে যেতে থাকে। পাড়া-প্রতিবেশীরা কোনরকমে ওই দুজনকে উদ্ধার করলেও সুব্রতকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিমিষের মধ্যে শোরগোল পড়ে যায় বীরভানপুর শ্মশান জুড়ে। খবর দেওয়া হয় কোকওভেন থানা এবং বড়জোড়া থানার পুলিশকে। অন্ধকার নেমে আসায় উদ্ধারকার্য চালানো সম্ভব হয়নি। আত্মীয় বাবন বণিক বলেন,"আমার কাকা শ্বশুর মারা গিয়েছিল। তাকে দাহ করার জন্য শ্মশানে গিয়েছিলাম। অস্থি বিসর্জন করতে আরেক কাকা শ্বশুরের সাথে বেশ কয়েকজন গেছিল। তখনই কাকা শ্বশুর এবং তাঁর ছেলে সুব্রত তলিয়ে যাচ্ছিল। সকলে মিলে কোনক্রমে কাকা শ্বশুরকে উদ্ধার করে কিন্তু সুব্রত তলিয়ে যায়।" আজ সকালেও তল্লাশি চলছে দামোদরের দুর্গাপুর ব্যারেজ এলাকায়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot