দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :
দুর্গাপুরে রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের WBSEDCL এর টেন্ডার পাওয়া সংস্থার প্রায় ১২ লক্ষ টাকার সরঞ্জাম চুরি। কিনারা করল কোক ওভেন থানার পুলিশ। বেশ কিছু ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়াল (11 KV UG cable drum )নারায়ানপুর থেকে চুরি হয়। তার ভিত্তিতে চলতি মাসে ২১ তারিখে সংস্থার তরফে মোঃ তৌফিক আলী একটি চুরির মামলা রুজু করে স্থানীয় কোক ওভেন থানায়।কোক ওভেন থানার আধিকারিক মইনুল হকের নেতৃত্বে একটি টিম গঠন করে। প্রথমে নিতেশ কুমার যাদব নামে একজন লরি ড্রাইভার কে গ্রেফতার করে এবং তাকে রিমান্ড নেয় কোক ওভেন থানার পুলিশ। তাকে জেরা করে জানা যায় যে, সে তার গাড়ি করে চুরি যাওয়া মাল নিয়ে যায় হাওড়ার লিলুয়া সংলগ্ন মালিপাঞ্চগোড়ায়। এরপর নিতেশ কুমার যাদব কে সাথে নিয়ে কোক ওভেন থানার পুলিশ লিলুয়া সংলগ্ন মালিপাঞ্চগোড়া হানা দেয় এবং রিতেশ প্রতাপ সিং নামে আরও এক বাক্তি কে গ্রেফতার করে।
এরপর রিতেশ প্রতাপ সিং কে রিমান্ড নিয়ে গতকাল মালিপাঞ্চগোড়া আবার ও হানা দেয়।
সেখানে মূল অভিযুক্ত অনুজ কুমার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার কাছ থেকে সম্পূর্ণ চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার হয়৷ যার আনুমানিক বাজার মূল্য ১২ লক্ষ টাকা।আজ সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় অনুজ কুমারকে।
গোটা ঘটনায় তিনটি গাড়িকে আটক করেছে পুলিশ৷ একটি ছোট ৪০৭, একটি হাইড্রা ও একটি লরি।
No comments:
Post a Comment