DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, April 18, 2025

দুর্গাপুরে হাসপাতালে গুলি চালানোর অভিযোগ রোগীর আত্মীয়দের। গ্রেপ্তার চারজন

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : চিকৎসা পরিষেবা নিয়ে অভিযোগ রোগীর পরিবারের ।হাসপাতাল চৌহদ্দির মধ্যেই আচমকা রুগীর আত্মীয় পরপর গুলি চালিয়ে দিল শুন্যে। এমন অভিযোগে রোমহর্ষক ঘটনা ঘটলো দুর্গাপুরের বিজোনের শোভাপুরের কাছে বেসরকারি এক হাসপাতালে। শুক্রবার রাতে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরে। পুলিশ চারজনকে গ্রেপ্তার করলো এই ঘটনায়। প্রত্যক্ষদর্শীদের দাবি তিন রাউন্ড গুলি চলেছে, হতেই পারতো বড় দুর্ঘটনা।  বাসুদেব পাল নামে দুর্গাপুরের  অঙ্গদপুর এলাকার এক বাসিন্দা, বাইক থেকে পড়ে গিয়ে জখম হন ।দুর্গাপুরের সিটি সেন্টারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করার  পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি বছর ৬৮ র বাসুদেব পালকে শোভাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়, বাসুদেব বাবুর শারীরিক অবস্থার আরো অবনতি হতে শুরু করে। এবার শুরু হয় নাটক। রুগীর পরিবারের অভিযোগ ছিল চিকৎসা ঠিকঠাক চলছে না, সেই মোতাবেক তারা দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ ও তত্ত্বাবধানে থাকা চিকিৎসকদের সাথে কথা বলবেন, হাসপাতাল কর্তৃপক্ষ রুগীর আত্মীয়দের দাবি মেনে দুই জনকে অনুমতি দেয় কথা বলার জন্য, কিন্তু রুগীর পরিবারের দাবি ছিল সবাইকে দেখা করতে দিতে হবে, দফায় দফায় তারা বিক্ষোভ শুরু করে দেয়, শেষে শুক্রবার রাত্রি সাড়ে দশটা নাগাদ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুগীর আত্মীয়দের বোঝানোর চেষ্টা করে, অভিযোগ আচমকাই রুগীর আত্মীয়দের একজন হাসপাতাল চৌহদ্দির মধ্যে শুন্যে দু রাউন্ড গুলি চালিয়ে দেয়, প্রত্যক্ষদর্শীদের দাবি গুলি চলেছে তিন রাউন্ড। এক পুলিশ কর্মীর গায়েও হাত দেয় অভিযুক্তরা। তড়িঘড়ি আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি সুবীর রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে পৌঁছোয়, গ্রেপ্তার করা হয়েছে চারজনকে, খতিয়ে দেখা হচ্ছে যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছে সেটার বৈধ কোনো লাইসেন্স আছে কিনা। এই ঘটনায় হাসপাতালে নিরাপত্তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot