কাজোরা গ্রামে জমি মাফিয়াদের কীর্তি কথা একের পর এক প্রকাশ্যে আসছে । কখনো মৃত ব্যক্তির নামে নকল আধার কার্ড বানিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে অন্যের জমি । কখনো আবার জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে নকল নথি তৈরি করে বিক্রি করা হয়েছে জমি । গত কয়েকদিনে কাজোরা গ্রামে এরকম বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে এসেছে । এইসব কাজ করার অভিযোগ উঠেছে আর, আর ডেভলপার নামে একটি জমি ডেভলপার সিন্ডিকেট সংস্থার বিরুদ্ধে । স্থানীয়দের অভিযোগ । তারা অসৎ উপায়ে এলাকার বেশ কিছু বাসিন্দার জমি আসল মালিকদের অজান্তে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ । শুক্রবার এই অভিযোগে সরব হন কাজোরা গ্রামের বাসিন্দা দম্পতি সমর চক্রবর্তী, প্রিয়া চক্রবর্তীরা । তারা অভিযোগ করেন কাজোড়া মোড় থেকে কাজরা গ্রাম যাওয়ার রাস্তায় হরিশপুর মৌজার তাদের পৈতৃক সম্পত্তি রয়েছে । সম্প্রতি তারা জানতে পারেন নকল নথি বানিয়ে সেই জমি রাজিব ও রতনরা বিক্রি করে দিয়েছে অন্য লোককে । আইনের দ্বারস্থ হয়েছেন তারা । কিন্তু পুলিশ সহযোগিতা করছে না বলে অভিযোগ তাদের । শনিবার ওই দম্পতি অন্ডাল থানা সংলগ্ন আর,আর ডেভলপার অফিসের বাইরে ধর্নায় বসেন । তাদের সমর্থনের ধর্নায় যোগ দেন বাসিন্দাদের বেশ কয়েকজন । তারা অভিযোগ করেন রতন বর্নওয়াল, রাজিব মন্ডল রা বেআইনিভাবে অনেকের জমি বিক্রি করে দিয়েছে অন্যজনকে । আমরা চাই যারা প্রতারিত হয়েছে তারা তাদের জমি ফিরে পাক । অভিযুক্ত রতন বর্ণওয়াল, রাজিব মন্ডলের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :জমি সিন্ডিকেটের অফিসের বাইরে ধর্না । নকল নথি বানিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে পারিবারিক জমি, জমি মাফিয়া সিন্ডিকেট এই কাজ করেছে বলে অভিযোগ দম্পতির প্রতিবাদে সিন্ডিকেটের অফিসের বাইরে ধর্নায় বসলেন দম্পতি, তাদের সমর্থনে এগিয়ে এলেন বাসিন্দাদের একাংশ । কাজোরা গ্রামের ঘটনা ।
No comments:
Post a Comment