DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, April 18, 2025

দিলীপ ঘোষ কে বিবাহ বন্ধনের জন্য শুভেচ্ছা বার্তা জানালেন সাংসদ কীর্তি আজাদ

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ তিনি আবদ্ধ হতে চলেছেন বিবাহবন্ধনে । তাকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের বর্ধমান দুর্গাপুরের লোকসভার সাংসদ কীর্তি আজাদ।  সংবাদমাধ্যমের ও সোশ্যাল মিডিয়ার নেট পাড়াতে হই হই রবের সূত্রেই জানা যাচ্ছে বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন । রাজ্য রাজনীতি থেকে শুরু করে সমগ্র মানুষের মনেই নানা কৌতূহল নানাবিধ প্রশ্ন নানা আলোচনা ছড়িয়ে পড়েছে , বিরোধী দলের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের শুভ বিবাহ সম্পন্ন হতে চলেছে এতেই বর্তমান শাসক দলের সাংসদ কীর্তি আজাদ একসময় তারা পরস্পর প্রতিদ্বন্দ্বী থাকলেও তার এই শুভ পরিণয় সম্পন্ন অনুষ্ঠানটি খবর জানতে পেরে সাধুবাদ জানিয়ে নিজের বন্ধু সম দিলীপ ঘোষ কে গানের মাধ্যমে এবং আগামী বৈবাহিক জীবন সুখের হোক এই কামনা করেই শুভেচ্ছা জানালেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ । হলো নিজেদের কর্মীদের মধ্যে মিষ্টিমুখ মোবাইলে গান বাজালেন ...আজ মেরে ইয়ার কি সাদি হ্যায়।।।।  বললেন দিলীপ ঘোষ এখনো ইয়ং আছেন তিনি প্রতিদিন  এক্সারসাইজ করেন। আমি আমন্ত্রণ পেলে আজকে কলকাতার সমস্ত ফুল কিনে নিয়ে তার কাছে যেতাম ।এবং অবশ্যই তাকে অনুরোধ করব এবার থেকে জয় শ্রীরাম না বলে জয় সিয়ারাম বলবেন। কারণ সীতা ছাড়া রাম অপূর্ণ। এইরকম নানাভাবে নানান বক্তব্যের মাধ্যমে তিনি শুভেচ্ছা বার্তা জানালেন দিলীপ ঘোষকে। আর বললেন এবার থেকে একটু রাগ যেন কমান ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot