DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, April 15, 2025

নববর্ষের দিনে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে দুর্গাপুরে ইস্টবেঙ্গল মহিলা টিমের বার পুজো

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বাংলা নববর্ষের শুভ দিনে দুর্গাপুরে ইস্পাত নগরীতে দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব এর উদ্যোগে ইস্টবেঙ্গল মহিলা টিমের ফুটবল অনুশীলন করার মাঠের বার পুজো অনুষ্ঠিত হলো ।  উপস্থিত ছিলেন সকল ইস্টবেঙ্গল সমর্থকরা যারা দুর্গাপুর শহরে থাকেন। পুলিশ আধিকারিক থেকে কবি, সাহিত্যিক এবং সমাজের বিভিন্ন প্রফেশনের মানুষ । এছাড়া  ইস্টবেঙ্গলকে ভালোবাসা দুর্গাপুর শহরের সকল নাগরিকরা উপস্থিত ছিলেন। এই শুভ মুহূর্তে উপস্থিত হয়েছিলেন দুর্গাপুরের তিন প্রাক্তন মহিলা কাউন্সিলর ধৃতি বন্দোপাধ্যায় ,লাভলী রায় এবং মনি দাশগুপ্ত সহ আরো বিশিষ্ট অনেকে। দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের বিশিষ্ট উদ্যোক্তা ললিত দাস জানান তাদের দীর্ঘদিনের এই প্রচেষ্টা ছিল একটি মহিলা টিমের ক্যাম্প খোলার, তাই দুর্গাপুরের ইস্পাত নগরীর দুর্গাপুর স্পোটিং অ্যাসোসিয়েশন ক্লাব যারা সবসময় খেলাধুলাকে প্রাধান্য দিয়ে থাকেন তারা এগিয়ে এসেছেন তাদের মাঠে এই অনুশীলন করার সহযোগিতায় । কলকাতা ফুটবল লিগ সহ দাপটের সঙ্গে  কলকাতা পুলিশের হয়েও ফুটবল খেলে দাপটের সাথে মারিয়া। মারিয়া আসানসোলের বাসিন্দা । দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের এখন মহিলা টিমের একজন বিশিষ্ট খেলোয়াড়। মারিয়া জানালো নববর্ষের শুভেচ্ছা এবং আগামী দিনে খেলায় নিজেকে আরো প্রতিষ্ঠিত করে ইস্টবেঙ্গলের নাম শিখরে নিয়ে যাওয়ার জন্য তার ভাবনা ও প্রচেষ্টার কথা। দুর্গাপুর স্পোটিং অ্যাসোসিয়েশনের সদস্য আশুতোষ মুখোপাধ্যায় জানান তারা সবসময় খেলাধুলার প্রতি ভীষণভাবে আগ্রহী এবং তাদের ক্লাব ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের মহিলা টিমের জন্য তাদের অনুশীলন করার জন্য তাদের মাঠ দিয়েছেন যাতে তারা আগামী দিনে দুর্গাপুরের নাম উজ্জ্বল করতে পারে। সবকিছু মিলিয়ে আজ নববর্ষের দিনে দুর্গাপুরের ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে ছিল নতুন বছরের আনন্দ উদ্দীপনা আর আগামীদিনে এগিয়ে চলার সাহস।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot