পশ্চিম বর্ধমান জেলার পানাগর রনডিয়া দামোদর নদীতে শুক্রবার দুর্গাপুর থেকে ৬ বন্ধু ঘুরতে এসে একজন তলিয়ে যায় এমনটাই পুলিশের কাছে খবর যায় এবং শুক্রবার বিকেল থেকেই তলিয়ে যাওয়া যুবকের উদ্ধার কাজ শুরু হয়। বিকেলে তলিয়ে যাওয়া অভিষেক কুমার সিং কে প্রায় ২৫ ঘণ্টা পর ডুবুড়ির সহযোগিতায় উদ্ধার হয় ,। তার কিছুক্ষণ পর সেই জায়গা থেকে আরেকটি দেহ ভেসে ওঠে যেটা নিয়ে চাঞ্চল্য ছড়ায় । বুদবুদ থানার পুলিশ ও তদন্ত শুরু করেছে তাহলে কি গতকাল দুজনেই ডুবে গিয়েছিল না অন্য কোন থেকে জায়গা থেকে আরেকটি দেহ ভেসে আসে। বন্ধুদের মধ্যে দুজন বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বুদবুদ থানার পুলিশ। তদন্তে জানাযায় দ্বিতীয় ব্যক্তি রঞ্জিত পাসওয়ান একই সাথে রণ্ডিহা তে এসেছিল, এরা সকলেই বেসরকারি কারখানা শ্রমিক, যদিও এখনো পর্যন্ত বুদবুদ থানায় কোন অভিযোগ দায়ের হয়নি তবে এই ঘটনা অস্বাভাবিক মৃত্যুর মামলার তদন্ত শুরু করেছেন বুদবুদ থানার পুলিশ।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বুদবুদের দামোদরের রনডিহা ক্যনেল থেকে দুটো বডি উদ্ধর , দুজনেই বেসরকারি কারখানার কর্মী, বন্ধুদের সাথে গতকাল বিকেলে বেড়াতে গেছিল,
No comments:
Post a Comment