DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, June 15, 2024

বাইকের রেষারেষিতে প্রাণ গেল দুর্গাপুরের যুবকের ঘটনা বুদবুদ এলাকায়

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বন্ধু দের সাথে মোটর বাইকের রেষারেষি করতে গিয়ে প্রাণ গেল এক জনের ঘটনাটি বুদবুদ থানার অন্তর্গত পান্ডু দহ ব্রীজের উপর । সূত্রে জানা গেছে দুটি মোটরসাইকেল করে ৬ জন বন্ধু দুর্গাপুর থেকে বুদবুদের কসবা হয়ে দামোদর নদীর দিকে ঘুরতে যায়  । সেখান থেকে  রেষারেষি করে বাড়ি  ফেরার পথে বুদবুদ থানার অন্তর্গত পান্ডু দেহ ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে দুটি মোটরসাইকেল। ‌ ঘটনাটি ঘটে শুক্রবার রাত্রি এগারোটা নাগাদ।  সকলকে স্থানীয় বাসিন্দা ও বুদবুদ থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায় দুর্গাপুর ইএস আই হাসপাতালে। ‌ সেখানে রাজু চক্রবর্তী ২১  কে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। ‌  এদের সকলের বাড়ি দুর্গাপুর এলাকায়। ‌ প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতনতা অভিযান চালালেও দেখা যাচ্ছে বেপরোয়া, মোটরসাইকেল গতির ফলে এভাবে বহু তরতাজের প্রাণ যাচ্ছে। ‌ এই ঘটনার পরে শোকের ছায়া নেমে এসেছে রাজু চক্রবর্তী পরিবারের মধ্যে এবং তার এলাকাতে। ‌

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot