DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, June 16, 2024

দুর্গাপুরের সিপিএমের লাল দুর্গের অতন্দ্র প্রহরী পঙ্কজ রায় সরকার আজ যোগদান করলেন তৃণমূলে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : প্রায় ৪০ বছর দুর্গাপুরের সিপিএমের লাল দুর্গে দুর্গাপুরে দাপুটে সিপিএম নেতা জেলার সিটুর সম্পাদক পঙ্কজ রায় সরকার আজ তৃণমূলে যোগদান করলেন মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে। সিপিএমের কফিনে শেষ পেরেক পুঁতে দিল তৃণমূল লাল দুর্গ দুর্গাপুরে
কিন্তু কেন ?  কি বললেন পঙ্কজ রায় সরকার তৃণমূলে যোগ দেওয়ার পর ....৪০ বছর বাম সংগঠনের সঙ্গে রাজনৈতিক জীবন .. ছাত্র জীবনে  এসএফআই এরপরে ডিওয়াইএফআই তারপরে সিপিএমের সংগঠনে লোকাল কমিটির সদস্য জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন এবং সবশেষে পশ্চিম বর্ধমান জেলার সিটুর সম্পাদক ছিলেন 
সিপিএম থেকে তৃণমূলে যোগদানের জন্য তিনটে কারণ তিনি দেখান।।।। প্রথমত বামের ভোট বিজেপিতে যাচ্ছিল এবং যে কারণে যারা যারা এই সংগঠনে থেকে যে সমস্ত নেতৃত্ব কর্মীরা এই কাজ করছিল তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা বললেও দল সেটা করেনি বলে তার প্রথম অভিযোগ। দ্বিতীয় অভিযোগ আইএসএফ এবং কংগ্রেসের জোট নিয়ে বারবার যা ঘটছিল তার জন্য মানুষের কাছ থেকে বামের সমর্থন বারবার দূরে সরে যাচ্ছিল মানুষ সিপিএমকে বিশ্বাস করতে পারছিল না ।
তৃতীয়ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যে গরীব মানুষের জন্য প্রকল্প চালু করেছিলেন সেইগুলোর কটাক্ষ না করে তার পরিবর্তে সেগুলোকে আরো বেশি করে মানুষকে যাতে সুবিধা পাইয়ে দেওয়া যায় তার জন্য আন্দোলনের রূপরেখা বা আবেদন রাখা বা সমর্থন করা উচিত ছিল এই সমস্ত বিষয়ে দলের সঙ্গে বারবার আমার মতান্তর হয়েছে।  দল বারবার ধনী ভোট করে আমাকে মাইনরিটি করে রেখেছিল আমার কোন যুক্তি দল আমল দেয়নি । বামেদের প্রতি মানুষের সমর্থন আস্থা দুটোই হারিয়ে যাচ্ছিল সেটাকে পুনরুদ্ধার করার জন্য আমি যতবার দলকে বুঝিয়েছি চিঠি দিয়েছি রাজ্য নেতৃত্বের কাছে কোন কিছুই ফলপ্রসু হয়নি। তাই বামের প্রতি মানুষ আস্থা হারাচ্ছিল। আমি যতদিন সিপিএমে ছিলাম প্রতিটা বিষয়ে লড়াই আন্দোলন চালিয়ে গেছি এবারের ভোটে আমি সমস্ত কাজ নিজে দাঁড়িয়ে থেকে করেছি এবং লড়াই করেছি কিন্তু বারবার যে ভুল দল করছে তার জন্য আমি আর এই দলে থাকতে পারলাম না তাই আমাকে মানুষের জন্য তৃণমূলে যোগ দিতে হলো।
একদিন এই দলের জন্য আমি ২০১৯ সালে কেন্দ্রীয় সরকারের কোল ইন্ডিয়ার চাকরি ছেড়েছিলাম দলের সবসময়ের কর্মী হিসেবে কাজ করার জন্য আমার আরো ১৬ বছর চাকরি ছিল আমি খুব ভালোভাবে বাঁচতে পারতাম কিন্তু কমিউনিস্ট আন্দোলন বাম আন্দোলন মানুষের জন্য করবো বলে আমি চাকরি ছেড়েছিলাম আজ  দল ছাড়তে বাধ্য হলাম ।
কয়েকদিনের শিল্পশহর দুর্গাপুরের টক অফ দ্য টাউন ছিল বিশিষ্ট সিপিআইএম নেতা পংকজ রায় সরকার। রাজ্যের মন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগদান করলেন পঙ্কজ ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তার হাতে দলীয় পতাকা তুলে দেন ।  আজ রবিবার বিকেলে সব জল্পনার অবসান। মন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রদীপ মজুমদারের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করলেন দাপুটে সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার। ওনার সাথে এদিন যোগদান করল প্রায় ১২০০ সিপিআইএম কর্মী বলে দাবি তৃণমূল নেতৃত্বের। দুর্গাপুরের অরবিন্দ এ্যাভিনিউএর জেলা তৃণমূল কার্যালয়ে এই যোগদান পর্বে দুই মন্ত্রী সহ জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, সাংসদ কীর্তি আজাদ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও প্রাক্তন পুরপিতা ও পুরমাতা গন এবং বিভিন্ন তৃণমূল নেতৃত্ব ব্লক সভাপতি সহ তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন পংকজল সরকার তৃণমূলে যোগদান করবেন এই খবর সিপিএমের কাছে আগে থেকেই ছিল তাই তার যোগদান পর্বের আগে রানীগঞ্জে সাংবাদিক বৈঠক করে প্রাক্তন সিপিএম বিধায়ক এবং সিপিএমের জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় জানিয়ে দেন বারবার দল বিরোধী কাজের জন্য তাকে বহিষ্কার করা হলো । আজ, ১৬ জুন ২০২৪ তারিখ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পশ্চিম বর্ধমান জেলা সম্পাদকমন্ডলীর জরুরী সভায় পঙ্কজ রায়সরকারকে (১) ক্রমাগত পার্টি লাইনের বিরোধিতা (২) সরাসরি বিরোধী দলের (তৃণমূল কংগ্রেস) সঙ্গে যোগাযোগ এবং পার্টি শৃঙ্খলাভঙ্গের জন্য পার্টি থেকে সরাসরি বহিষ্কার করা হল। দাপুটে এই সিপিএম নেতা পঙ্কজ সরকার তৃণমূলে যোগদানের পরে সিপিএমের লাল দুর্গ দুর্গাপুরে সিপিএমের হয়ে বিভিন্ন বিষয়ে আন্দোলন ও লড়াই চালিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ সৈনিক চলে যাওয়ায় সিপিএমের কফিনে হয়তো শেষ পেরেক পুঁতে দিল তৃণমূল।


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot