পরিবার । দুর্গাপুরের বিধান নগর নিবাসী এক ব্যক্তি পরিবার পরিজন নিয়ে শুক্রবার সন্ধ্যায় নৈশ ভোজনের দরুন দুর্গাপুর সিটি সেন্টার এলাকার একটি নামিদামি রেস্তোরাঁতে আসেন, খাবারের অর্ডার দেওয়ার পরই খাবার প্লেটের পরিবেশন করবার পর তিনি লক্ষ্য করেন তার প্লেটটিতে তিনি যে নিরামিষ খাবার অর্ডার করেছেন তার মধ্যে একটি আমিষ খাবারের হাড় রয়েছে মূলত হাড্ডি কিসের তিনি তা বুঝতে পারেননি। এর পরবর্তীতে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বাগবিতণ্ডা হয় বাগবিতণ্ডার পরবর্তীতে হোটেল তাদের ভুল শুধরে নিয়ে তাদের যে মাশুল সেই ভুলের মাশুল বাবদ খাবারের দামের মূল অংক সেটি ফিরিয়ে দেন। অপরদিকে হোটেল কর্তৃপক্ষের দাবি তারা এ ধরনের কোন ভুল করেননি মূলত গুপ্তা পরিবার যে নিরামিষ খাবার অর্ডার করেছিলেন তাদের সেই নিরামিষ খাবারই পরিবেশন করা হয়েছিল কিন্তু তারা বুঝতে পারছেন না কেন এমন ঘটনা ঘটলো এমনটাই অভিযোগ আনছেন এই পরিবার । দুর্গাপুরের বিভিন্ন রেস্তোরাঁয় মাঝে মাঝেই নানান ঘটনার অভিযোগ ঘটে তাই মাঝে মাঝে দুর্গাপুর পুরসভার খাদ্য দপ্তরের এ বিষয়ে নজর দেওয়া উচিত বলে মনে করেন অনেকেই ।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : শহরের নামি রেস্তোরার খাবারের গরমিলের অভিযোগ সরব এক
No comments:
Post a Comment