DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, June 24, 2024

পঞ্চায়েত সদস্যরা পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দিলেন ঘটনা ঘটেছে অন্ডাল ব্লকে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  সোমবার অন্ডাল ব্লকের খান্দরা গ্রাম পঞ্চায়েত অফিসের সদর দরজায় তালা ঝুলিয়ে দেন কয়েকজন পঞ্চায়েত সদস্য  । 
পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা ২৩ টি। তার মধ্যে ১০  জন  সদস্য পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখায় পঞ্চায়েতের সামনে । যা নিয়ে পঞ্চায়েত অফিস চত্বরে তৈরি হয় উত্তেজনা ।   তাদের অভিযোগ এলাকায় পানীয় জল নেই ।পঞ্চায়েত থেকে পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে না । পঞ্চায়েত সদস্য হিসাবে স্থানীয় বাসিন্দাদের কাছে অপমানিত হতে হচ্ছে আমাদের । প্রধানকে সমস্যার কথা জানিয়ে কোন লাভ হয়নি । পাশাপাশি তারা একগুচ্ছ দুর্নীতির কথাও তুলে ধরেন । বলেন জল সরবরাহের জন্য টেন্ডার হয়েছে কিন্তু কে টেন্ডার পেয়েছে, কিভাবে পেল ? প্রধানের কাছে জানতে চাইলে তা আমাদের জানানো হয়নি । প্রধান অপর্ণা বাদ্যকরের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে তারা বলেন প্রধান বেলা দুটোর পর পঞ্চায়েত অফিসে আসেন । ফলে সাধারণ মানুষ পরিষেবা না পেয়ে ফিরে যায় । মিটিংয়ে কয়েক জন পঞ্চায়েত সদস্যকে ডাকা হয় না । অনেক কিছু বিষয়ে তাদের এড়িয়ে চলা হয় সেই কারণে এদিন তালা ঝোলানো হয়েছে বলে জানান তারা ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot