DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, June 23, 2024

গয়না পালিশের নামে সোনা লুঠ ২৪ ঘন্টার মধ্যে অন্ডাল থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুষ্কৃতীরা

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : অন্ডাল : - সোনার গহনা পালিশ করার নাম করে গহনা নিয়ে চম্পট, ২৪ ঘণ্টার মধ্যে অন্ডালের দক্ষিণখন্ড এলাকা থেকে আটক  দুই দুষ্কৃতী, পরে তাঁদের গ্রেফতার  করা হয়।  শুক্রবার ঘটনাটি ঘটেছিলো অন্ডালের থানা রোড এলাকায় 
ঘটনার সূত্রে জানা গেছে শুক্রবার সকাল দিকে অন্ডাল  থানা রোড এলাকায় এক ব্যক্তির বাড়ীতে আসে দু'জন যুবক । সোনার অলংকার পালিশ করার কাজ করে বলে পরিচয় দেয় তারা । তাদের কথায় বিশ্বাস করে বেশ কিছু সোনার অলংকার পালিশ করবার জন্য দেয় বৈশাখী ভট্টাচাৰ্য নামের এক মহিলা।সুযোগ বুঝে সেই সোনার জিনিস নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । 
গোটা ঘটনাটা ধরা পড়ে  সিসিটিভি ক্যামেরা তে । শনিবার ঐ মহিলা অন্ডাল থানাতে বিষয়টি জানিয়েছেন । ঘটনার তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যে ওই ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে আটক করে পুলিশ, পরে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায় ধৃত দুই ব্যক্তি অমিত কুমার শাহ (৩৫) ও অমিত কুমার (২৮),গ্রাম একদ্বারা,থানা বুদ্ধচক,জেলা ভাগলপুর।রবিবার ধৃত দুই আসামীকে দুর্গাপুর আদালতে তোলে পুলিশ। তাঁদের জিজ্ঞাসা বাদ করে আরও তথ্য পেতে ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন করা হয় মহামান্য আদালতের কাছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot