DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, June 26, 2024

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে সচেতনতার লক্ষ্যে পদযাত্রায় রাস্তায় নামল পুলিশ দুর্গাপুরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে সচেতনতার লক্ষ্যে পুলিশের পদযাত্রা 
২৬ জুন  আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে দুর্গাপুরের বিভিন্ন থানার মতো কোকওভেন থানার পক্ষ থেকেও এদিন মাদক বিরোধী এক পদযাত্রা বের করা হয়।  এই দিন পদযাত্রায় পা মেলান দুর্গাপুরের কোক ওভেন থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত পরামানিক, ওসি ট্রাফিক মুচিপাড়া সতীনাথ শীল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ছিলেন সিভিক ভলান্টিয়াররাও। পদযাত্রাটি কোক ওভেন থানা থেকে বের হয়ে দুর্গাপুর বাস স্ট্যান্ড সহ কোক ওভেন থানার বিভিন্ন এলাকা ঘুরে কোক ওভেন থানায় এসে শেষ হয়। কোক ওভেন থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত পরামানিক এলাকার মানুষদের মাদক সহ সব ধরনের নেশা থেকে মুক্ত থাকার আহ্বান জানান। অন্যদিকে দুর্গাপুর থানার পক্ষ থেকেও মাদক বিরোধী পদযাত্রার আয়োজন করা হয় একটি বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে । দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ প্রসেনজিৎ রায় জানান দুর্গাপুরে বিভিন্ন থানা জুড়ে এই কর্মসূচি চলছে । ট্রাফিক বিভাগের বিভিন্ন অফিসার সহ কর্মীরা সিভিক ভলেন্টিয়াররা সকলেই এই সচেতনতার পদযাত্রায় অংশগ্রহণ করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot