DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, May 1, 2024

ভোটের বাজারে রাজনৈতিক সৌজন্যতার ছবি আমাদের প্রাণের শহর দুর্গাপুরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : একই তীব্র গরমে নাজেহাল শহরবাসী । অন্যদিকে রয়েছে ভোটের উত্তাপ । একে অপরকে দোষারোপ কটুক্তি দিন প্রতিদিনের ঘটনা সাংবাদিকদের ক্যামেরার সামনে। তবুও এ শহরে দেখা গেল সৌজন্যতার ছবি হ্যাঁ অবশ্যই রাজনৈতিক সৌজন্যতার কথাই বলছি। গতকালের প্রয়াত হয়েছেন পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর মা। আজ দুর্গাপুরে একদিকে যেমন দিলীপ ঘোষের প্রচার ছিল কীর্তি আজাদের সাংবাদিক সম্মেলন বেসরকারি হোটেলে ছিল। সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষালের নানান কর্মসূচিও ছিল । কিন্তু মন খারাপের দিনে সকলেই রাজনৈতিক দলের নানান রঙ ভুলে পাশে এসে দাঁড়ালেন কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তীর । নিয়মমাফিক সকালে দিলীপ ঘোষ কর্মসূচি সেরে সোজা পৌঁছে গেছিলেন দেবেশ চক্রবর্তীর বাড়ি। সমবেদনা জানালেন তাকে দীর্ঘক্ষণ বসে কথা বললেন।  গতকাল রাতে নরেন্দ্রনাথ চক্রবর্তী পশ্চিম বর্ধমান তৃণমূলের জেলা সভাপতি তিনি পৌঁছে গেছিলেন দেবেশ বাবুর বাড়িতে । আর  আজ সকালে প্রথমে দিলীপ ঘোষ তারপরেই এলেন বেসরকারি হোটেলের সাংবাদিক সম্মেলনের পরে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ সঙ্গে মন্ত্রী প্রদীপ মজুমদার। আর সেখানেই সুকৃতি ঘোষাল সিপিএম প্রার্থী তার সঙ্গে দেখা হয়ে গেল। সকলেই সমবেদনা জানিয়ে গেলেন দেবেশ বাবুকে । আর এর সঙ্গেই উঠে এলো দুর্গাপুর শহরে রাজনৈতিক সৌজন্যতার ছবি। এই শহরটার নাম দুর্গাপুর এই শহরের সৌজন্যতাবোধ এখনো বেঁচে আছে এমনটা অভিমত শহরবাসীর। আমরা সাংবাদিকদেরাও চাই এই সৌজন্যতা বোধের ছবি দিনের পর দিন বেঁচে থাকুক আমাদের প্রানের শহরে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot