DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, May 1, 2024

মে দিবসে নচিকেতা চক্রবর্তীর ৩১ তম সংগীত জীবন কে শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবির অন্ডালে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কিংবদন্তি শিল্পী নচিকেতা চক্রবর্তীর ৩১ বছরের সংগীত জীবনকে শ্রদ্ধা জানিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো অন্ডালের সি এইচ পি সাইট. ডিভিসি লোকনাথ কন্সট্রাকশন প্রাইভেট লিমিটেড এর অপারেশন ডিপার্টমেন্টে এর কর্মীরা । এরা সকলেই নচিকেতা প্রেমী। আজ ৩৫ জন রক্ত দান করেন আসানসোল মহকুমা হাসপাতাল এই রক্ত সংগ্রহ করে ।  রক্তদান শিবিরের উদ্বোধন করেন দুর্গাপুরের বিশিষ্ট সাংবাদিক ও গায়ক সঞ্জীব সুঁই সঙ্গে ছিলেন বাপ্পা মুখোপাধ্যায় ও তার সঙ্গীরা। রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে নচিকেতার সম্বন্ধে বক্তব্য সহ অনির্বাণ গানটি শোনান সাংবাদিক গায়ক সঞ্জীব সুঁই । উদ্যোক্তারা বলেন এলাকায় এই তীব্র গরমে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে  তাদের এই বিশেষ উদ্যোগ। এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কিংবদন্তি শিল্পী নচিকেতা চক্রবর্তী । ফোনের মাধ্যমে তিনি সকলকে এই মহতী উদ্যোগের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন । শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আগুনপাখির  সকল সদস্যরা ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot