DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, March 6, 2024

সিপিএমের মহিলা নেত্রীর রাজ্য সরকারের মহিলা বিডিওকে কটুক্তির অভিযোগ

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : কাঁকসার বিডিওর দুকান কাটা বেহায়া । এমনই ভাষার অভিযোগ সিপিএমের নেত্রী মীনাক্ষীর ওপর ।
১১দফা দাবিকে সামনে রেখে কাঁকসার বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অবস্থান বিক্ষোভে বসে বাম কর্মী সমর্থকরা। বুধবার
দুপুর ১২টা নাগাদ কাঁকসার মোল্লাপাড়া থেকে মিছিল করে এসে কাঁকসার বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন বাম কর্মী সমর্থকরা। বাম পন্থী গণ সমূহের ডাকে এদিক কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে মিছিলের নেতৃত্ব দেন বাম খেত মজুর ইউনিয়নের রাজ্য সভাপতি তুষার ঘোষ, খেত মজুর ও আদিবাসী অধিকার মঞ্চের নেত্রী বন্যা টুডু,বাম যুব সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় সহ জেলা ও ব্লক নেতৃত্বরা।
এদিন মীনাক্ষী বলেন,নারিশক্তির অগ্রগতির নামে নারীদের ধোকা দিচ্ছেন মমতা। চমকের রাজনীতি দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের সাথে ছেলে খেলা করছেন তিনি। হাথরসের মতোই বাংলায় সন্দেশ খালির ঘটনায় মানুষ ক্ষেপে গিয়েছে। তারা ফুল ছেড়ে এখন লাঠি ধরেছে। তাই মানুষ ক্ষেপে গেলে তৃণমূলের টি কি খুঁজে পাওয়া যাবে না। তিনি অভিযোগ করেন কোর্টের নির্দেশের পরেও ভাইপোকে বাঁচাতেই নাকি শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেয়নি পুলিশ। ১০০ দিনের কাজের টাকা কোন ফান্ড থেকে দিচ্ছে রাজ্য সরকার। আর পূর্ণাঙ্গ হিসেব জনসমক্ষে আনতে হবে রাজ্য সরকারকে। কে কতদিন কাজ করেছে, কত জব কার্ড ইস্যু হয়েছে, কার কত টাকা মজুরি বাকি কার একাউন্টে কত টাকা দেওয়া হয়েছে। তার সমস্ত হিসাব মানুষের সামনে তুলে ধরতে হবে।
এদিন তিনি কাঁকসার বিডিওকে দু কান কাটা বেহায়া বলে কটাক্ষ করেন। তার অভিযোগ এর আগেও কাঁকসার বিডিওর কাছে তিনি নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষের অভিযোগ নিয়ে গিয়েছিলেন। বাসস্থান কর্মসংস্থান সহ একগুচ্ছ দাবি জানানো হয়েছিল কাঁকসার বিডিওকে। কিন্তু কাঁকসার বিডিও দু কান কাটা বেহায়া। তাই এখনো কোনো সমস্যার সমাধান হয়নি। নাকি 'কানে দিয়েছি তুলা, আর পিঠে বেঁধেছি কুলা, তুলা যত পারবি কিলা' আমি নরবো না আমার জায়গা থেকে। যার কানে তুলো গোঁজা রয়েছে এবং পিঠে কুলো বাধা রয়েছে তার কান থেকে তুলো এবং পিঠ থেকে কুলো খুলে নেওয়ার জন্যই তাদের এই অবস্থান বিক্ষোভ। যতদিন না তাদের দাবি পূরণ হবে ততদিন তাদের আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot