প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক ড: সৌরভ চ্যাটার্জি নেসকম এর রিজিওনালহেড নিরুপম চৌধুরী। আই এস ও ই এইচ এর প্রতিস্ঠাতা শ্রী সন্দীপ সেনগুপ্ত। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এর সাইবার ওসি ইন্সপেক্টর বিশ্বজিৎ মুখার্জী আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত। রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি সন্দীপ ভালোটিয়া, দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রফেসার ড: শুভজিৎ দাস, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জোনাল হেড সুমন্ত কুমার সহ বিভিন্ন সংস্থার বিশিষ্ট ব্যক্তিত্বরা । আগামী দিনে শহরের বিভিন্ন সংস্থাকে ও সাধারন মানুষকে সাইবার ক্রাইম সম্বন্ধীয় সচেতন করতে এই উদ্যোগ। ডি এস এম এস কলেজের চেয়ারম্যান অনুপম মুখোপাধ্যায় বলেন আগামী দিনে তারা বিভিন্ন সংস্থাকে সাইবার ক্রাইম থেকে সচেতন রাখতে এই পরিষেবা দেবেন। আজকের অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের মোট ১০০ জন উপস্থিত ছিলেন।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ডি এস এম এস গ্রুপ অফ ইনস্টিটিউশনস ও ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিং এর যৌথ পরিচালনায় এবং নেসকম (NASSCOM) এর সহযোগিতায় দুর্গাপুরে এই প্রথমবার অনুষ্ঠিত হলো সাইবার সিকিউরিটি বুট ক্যাম্প( Cyber Security Boot Camp. ) বিভিন্ন সংস্থাকে সাইবার ফ্রড এর হাত থেকে বাঁচাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় দুর্গাপুরের একটি বেসরকারী হোটেলে ।
No comments:
Post a Comment