এলাকার বাসিন্দাদের অভিমত আইন মাফিক ইস্পাত নগরীর দেওয়ালের অধিকার ইস্পাত কর্তৃপক্ষের এবং ভোটের নিয়ম অনুযায়ী নির্বাচনী বিধি মেনে সঠিক সময়ে এই দেওয়াল মুছেও দিতে হয়। ভোটের ময়দানে দেওয়াল লিখন কে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ইস্পাত নগরীর এলাকা
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দেওয়াল তুমি কার দুর্গাপুরে শুরু হয়েছে দেওয়াল লিখন নিয়ে তরজা । দুর্গাপুর ইস্পাত নগরীর আইনস্টাইন এলাকায় গত দুদিন ধরে দেয়াল লিখন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা । এলাকার তৃণমূলের ব্লক সভাপতি রাজীব ঘোষ জানাচ্ছেন দীর্ঘদিন ধরে এই দেওয়ালে তারা বিভিন্ন ভোটের প্রচার দেওয়াল লিখনের মাধ্যমে করে আসছেন হঠাৎ করেই বিজেপির কয়েকজন দেওয়াল দখলে নেমে পড়েছে এলাকায় উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে । যদিও তারা এই বিষয়টিকে খুব একটা পাত্তা দিচ্ছেন না সমস্ত বিষয়টাই প্রশাসনকে জানানো হয়েছে । অন্যদিকে পাল্টা বিজেপি যুব নেতা পারিজাত গাঙ্গুলীর অভিযোগ আইন মাফিক নিয়মমাফিক দেওয়াল তারা আগে থেকেই বুক করে রেখেছিল কিন্তু তাদের দেওয়াল জোর করে তৃণমূল দখল করেছে তাই আবারো তারা সেই দেওয়াল পুনরায় দখল করল । এবং রীতিমতো তৃণমূলকে হুঁশিয়ারি দেয় এই বিজেপি নেতা । এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই এলাকার পুরমাতা ধৃতি বন্দ্যোপাধ্যায় বলেন ওরা কম বয়সী ছেলে রক্ত গরম লাফালাফি করছে, রাজনীতি করতে গেলে বুদ্ধির দরকার হয় বুদ্ধি দিয়ে করতে হয় । আমাদেরকে শিক্ষিত অশিক্ষিত বলার আগে ওর নিয়ম-কানুন জানা উচিত। সেন্ট্রাল গভর্নমেন্টের এসেস্ট এর পারমিশন দেওয়ার ক্ষমতা আমজনতার থাকে না আর ও বলছে দুর্গাপুরে কোনো দেওয়াল লিখতে দেবে না । বাইরে থেকে ভাড়া করা ১০টা টাট্টু নিয়ে এসে দুর্গাপুর তো দূরের কথা, দুর্গাপুরে যে কোন পাড়ায় একটা দেওয়াল মুছে দেখাক পাড়ার দশটা ছেলেই এর জবাব দিয়ে দেবে । আমাদের সেখানে যাওয়ার কোন প্রয়োজন থাকবে না । রাত্রি ১১ টার সময় অন্ধকারে কয়েকজন মিডিয়াকে নিয়ে গিয়ে ক্ষমতা দেখানো বীরপুরুষের কাজ নয় আর সন্দেশখালির কথা বলছে? হাথরস, মনিপুর ভুলে গেছে নাকি এসব উচ্চারণ করছে না কেন লজ্জা লাগছে ?
No comments:
Post a Comment