দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বারবার দুর্ঘটনা দুর্গাপুর ইস্পাত কারখানায় । কেন ঘটছে বারবার দুর্ঘটনা? ইস্পাত কর্মী সহ শ্রমিকদের নিরাপত্তা কোথায় ? সরব সমস্ত শ্রমিক সংগঠন । দুর্গাপুর ইস্পাত কারখানার সাতটি শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চের ডাকে ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনের সামনে বিরাট গণ বিক্ষোভ এর আয়োজন করা হয় ।
যৌথ শ্রমিক সংগঠনের নেতৃত্বরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার মূল গেটের বাইরে থেকে মিছিল করে ডিআইসি অফিসের সামনে এসে বিক্ষোভ দেখায় । যৌথ মঞ্চের নেতৃবৃন্দ গত ২৯ শে ফেব্রুয়ারি বি ও এফ দু নম্বর কনভার্টার এর ল্যাডেল বিস্ফোরণ দুর্ঘটনায় আহত পাঁচজনের মধ্যে মৃত ২ ট্রেড অ্যাপেন্টিস কর্মী সর্বশিৎ ধাঙ্গর ও বিনয় কুমার হরিজন এর পরিবারের একজনকে চাকরির দাবি ও অন্যান্য আর্থিক ক্ষতিপূরণের দাবিতে ডিএসপি এবং ইসকোর ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ বিপি সিং এর কার্যালয় ইস্পাত ভবনে বিচার চাইতে আসেন।
এই গণ বিক্ষোভে আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রজত দীক্ষিত অভিযোগ করে বলেন ডিএসপি ও এ এস পি সহ সেল এর ধারাবাহিক ঘটে চলা দুর্ঘটনা শ্রমিক ও কর্মচারীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করছে বারবার বিভিন্ন শ্রমিক সংগঠন দুর্ঘটনার সম্ভাবনার কথা বলা সত্ত্বেও ইস্পাত কর্তৃপক্ষ শ্রমিক কর্মচারীদের জীবনের প্রতি চরম উদাসীনতা দেখিয়েছে এবং দুর্ঘটনার প্রতিরোধে সমস্ত শ্রমিক সংগঠনের মিলিত শক্তি ও যোগ্যতাকে অগ্রাহ্য করে দুর্ঘটনা প্রতিরোধে ইস্পাত কর্তৃপক্ষ নিজেরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ।
প্রতিবাদ করলে শ্রমিক সংগঠনের নেতৃত্ব কে শাস্তির হুমকি দিয়ে চার্জশিট ধরিয়ে দিচ্ছে । অন্যান্য শ্রমিক সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন সিটুর বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এইচ এম এস সংগঠনের সুকান্ত রক্ষিত এ আই টি ইউসির শম্ভু চরণ প্রামাণিক ।
অন্যদিকে আজ আই এন টি টি ইউসির কেউ উপস্থিত না থাকলেও ডিএসপিতে দুর্ঘটনায় মৃত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে গতকাল মঙ্গলবার বিকেল চারটের সময় তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতৃত্ববৃন্দরা দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন।
উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুরের শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায়, দীপঙ্কর লাহা সহ অন্যান্যরা। মৃত কর্মী ও শ্রমিক পরিবারকে চাকরি সহ আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইস্পাত কর্তৃপক্ষকে জানাইছেন তারা তাদের দাবি ইস্পাত কর্তৃপক্ষ সেই দাবি মেনেছেন ।
২৯ শে ফেব্রুয়ারি কারখানার ভিতরে কাজ করার সময় গলিত লোহা ছিটকে ঝলসে যায় পাঁচজন । এরপর একের পর এক মৃত্যু হয় দুজনের । তবুও থামিনি মৃত্যুর মিছিল । আবারো পরপর দুর্ঘটনা ঘটে দুর্গাপুর ইস্পাত কারখানা এবং দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানায় মৃত্যু হয় আরো একজন স্থায়ী কর্মীর নাম ঋষিরাজ দাস । গতকাল ঘটে আবারো দুর্ঘটনা দুর্গাপুর ইস্পাত কারখানার তিন নম্বর কনভার্টারে, আবারো ব্লাস্টিং হয় বলে অভিযোগ শ্রমিক সংগঠনের। আহত হন একজন কর্মী সহ ঠিকা কর্মী ।
বারবার দুর্ঘটনা ঘটায় হোলো মিছিল হোলো বিক্ষোভ। । কিন্তু আদৌ কি মিটবে সমস্যা ? শ্রমিক সংগঠনের বার্তা শ্রমিকদের নিয়ে ভাবনা নিয়ে সোচ্চার হওয়ার সমাধান কি মিলবে ? শুধুমাত্র মৃত কর্মীর পরিবারকে ক্ষতিপূরণ দিয়েই সব সমস্যার সমাধান নাকি শ্রমিক কর্মীদের বাঁচানোর জন্য তাদের নিরাপত্তা জনিত বিষয় নিয়ে ভাবনা ভাববে উদাসীন ইস্পাত কর্তৃপক্ষ তার উত্তর দেবে সময় ।
কারখানা কর্তৃপক্ষ তাদের আশ্বাস দেন যে দ্রুত উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের দাবি পূরণ করবেন।
No comments:
Post a Comment