DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, March 14, 2024

আগ্নেয়াস্ত সমেত এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল উখড়া ফাঁড়ির পুলিশ

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : সামনেই লোকসভা নির্বাচন । বিভিন্ন এলাকায় চলছে পুলিশের নাকা চেকিং । শুরু হয়েছে রুট মার্চ বিভিন্ন এলাকায় । এরই মধ্যে অন্ডাল থানার অন্তর্গত উখড়া ফাঁড়ির পুলিশ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করলো এক দুষ্কৃতিকে । ধৃত দুষ্কৃতির নাম প্রমোদ পাশওয়ান বয়স ৩৬ । অন্ডালের  বাঁকোলা মসান ধাওড়ার বাসিন্দা প্রমোদ কে বুধবার দিন সন্ধ্যেবেলায়  বাঁকোলা কুমারডিহি রোডের উড়িয়া পাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ । তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশী পাইপগান ও এক রাউন্ড কার্তুজ । দুষ্কৃতীকে গ্রেফতার করে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় । আদালতের কাছে সাত দিনের হেফাজত  নেওয়ার আবেদন জানায় পুলিশ । এই দুষ্কৃতির বিরুদ্ধে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকার বেশ কয়েকটি থানা এলাকায় চুরি ছিনতাই এর অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot