DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, March 15, 2024

আবারো দুর্ঘটনা দুর্গাপুর ইস্পাত কারখানায় আহত তিনজন শ্রমিক।

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর : ফের বড়সড় দূঘটনা দুর্গাপুর ইস্পাত কারখানায়। দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেসে ৩ নং ইউনিটে গলিত লোহায় ঝলসে আহত ৩ জন। বৃহস্পতিবার রাতে দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেসের তিন নাম্বার ইউনিটে লোহা ঝলসে আহত হন কর্মরত ৩ জন ঠিকাশ্রমিক। তাদের মধ্যে ২ জনকে প্ল্যান মেডিকেলে রাখা হয় ও অপর একজন ঠিকাশ্রমিক রাকেশ কুমার গুপ্তা (৪০)কে প্রথমে ইস্পাত হাসপাতাল ও তারপরে তার অবস্থার অবনতি হলে দুর্গাপুরে বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী জানান গতকাল সকালে একটি দুর্ঘটনা ঘটতে ঘটতে থেকে যায়। তিনি বলেন খুব অল্পের জন্য আমাদের এক সক্রিয় কর্মী প্রাণে বেঁচে গেল। কোলহ্যাণ্ডলিং প্ল্যান্ট এর ঢোকার মুল রাস্তা, যেটি আরএমএইচসি প্ল্যান্ট ও ব্যবহার করে, সেখানে একটি চলমান কোক রেক আকস্মিক উল্টে যায়। গতকাল রাতে আহত শ্রমিকদের ইস্পাত কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখতে এসে মিডিয়ার সামনে মুখ খুলেননি
গত মাস থেকে এ নিয়ে পরপর চারবার দুর্গাপুর ইস্পাত কারখানায় বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে। বারংবার এই রকম দুর্ঘটনা নিয়ে কারখানার শ্রমিক কর্মচারীদের নিরাপত্তার নিয়ে প্রশ্ন তুলছে শ্রমিক সংগঠনগুলি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot