দুদিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে পৌঁছালেন রাজ্যের আইন বিচারবিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর। পুলিশি কুকুর দিয়েও চলছে নজরদারি শুরু হয়েছে নাকা চেকিং। সূত্রের খবর, শুক্রবার সকাল ৮:১৫ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশ পথে বিশেষ বিমানে সকাল ১০:১৫ মিনিটে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে বায়ুসেনার হেলিকপ্টারে ঝাড়খণ্ডের সিন্ধ্রিতে যাবেন। সেখান থেকে ফের বায়ুসেনার হেলিকপ্টারে করেই হুগলির আরামবাগে জনসভায় যোগ দেবেন। একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। সেইখানে জনসভা শেষ করে আবার বায়ুসেনার হেলিকপ্টারে করেই রাজভবনে পৌঁছাবেন। সেখানেই শুক্রবার রাত্রিযাপন করবেন। শনিবার সেখান থেকে কৃষ্ণনগরের জনসভায় যোগ দেবেন। সেইখানে জনসভা শেষের পর আবারো অন্ডালে এসে বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন বলেও জানা গিয়েছে।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে দুদিনের রাজ্য সফরে এসে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন । ছিলেন জেলা শাসক পুলিশ কমিশনার সহ বিজেপির কয়েকজন জেলা নেতৃত্ব ।
No comments:
Post a Comment