DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, August 25, 2025

দুর্গাপুরে টোটো চালানোর বৈধ অনুমতির দাবিতে জোটবদ্ধ টোটো চালকেরা

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরের এম এ এম সি বিটু ফুটবল মাঠে বৈঠকে মিলিত হলেন ২৩, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের টোটো চালকরা। প্রায় ৭০-৮০টি টোটো মালিকরাাও চালকরা উপস্থিত ছিল এই বৈঠকে।টোটো ইউনিয়নের দাবি বৈধ অনুমতি দ্রুত প্রদান করতে হবে। এ নিয়ে প্রশাসন, পুলিশ ও পুরসভাকে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। ট্রাফিক দপ্তর থেকে প্রাপ্ত গাইডলাইন তারা নিজেদের মধ্যে কার্যকর করেছেন। জাতীয় সড়কে টোটো না ওঠার ব্যাপারে তারা একমত, তবে কেউ নিয়ম ভাঙলে পুলিশ ব্যবস্থা নিলে তাদের আপত্তি নেই।এছাড়া চালকরা অভিযোগ তুলেছেন,রাতে বাস ও অটো না পাওয়ায় যাত্রী পরিবহনের ভরসা একমাত্র টোটো। অনেক জায়গায় রাস্তার বেহাল দশার কারণে দুর্ঘটনা ঘটছে, যাত্রী পরিবহনেও ভোগান্তি হচ্ছে।টোটো ইউনিয়নের বক্তব্য, “শহরের পরিবহনের ভার টোটোর উপর পড়েছে, অথচ এখনো বৈধতার স্বীকৃতি মেলেনি।”

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot