বিমানবন্দরের চত্বরে ছিল বাড়তি নিরাপত্তা ।
এদিন প্রধানমন্ত্রীকে সি অফ করতে আসেন আবারও রাজ্যের মন্ত্রী মলয় ঘটক দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই এবং সাংসদ এস এস আলুওয়ালিয়া।
বিমানবন্দরের বাইরে এসে মলয় ঘটক সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তরই দিলেন না । সংসদ আলুওয়ালিয়া বলেন দুর্গাপুরের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই যখন প্রধানমন্ত্রীকে বিমানবন্দরের ভিতর পরিচয় দেন বিধায়ক হিসেবে তখন তিনি বলেন তোমার মুখ্যমন্ত্রীকে থ্যাঙ্ক ইউ জানিও । এটা তিনি মলয় ঘটককে বলেননি । সাংসদ এস এস আলু ওয়ালিয়া বলেন প্রধানমন্ত্রীকে তিনি দুটো টফি অর্থাৎ লজেন্স দেন প্রধানমন্ত্রী তার হাত থেকে দু'রকম লজেন্স বেছে নেন । অনেকে তখন বলেন আমরা প্রধানমন্ত্রীকে ঘিরে কঠোর নিরাপত্তার কারণে কিছুই কোনদিন দিতে পারি না । তাদের উত্তরে প্রধানমন্ত্রী বলেন ও জো খাতা হে ওহি দেতা হে। আলু ওয়ালিয়া বলেন প্রধানমন্ত্রীর তার উপরে অগাধ ভরসা করেন তিনি এতদিনের সাংসদ তাকে বিশ্বাস করেন ।
No comments:
Post a Comment