সাইবার সিকিউরিটি মুখ্য তাৎপর্য হল তথ্য ও ডাটার সুরক্ষা এবং নিরাপত্তার ক্ষেত্রে তা যেন সঠিক কাজ করে। এটি নেটওয়ার্ক, সিস্টেম, এবং ইন্টারনেট ব্যবহারের সময় সংগ্রহিত ডাটার বিরুদ্ধে আত্মরক্ষা মানবধিকার নিশ্চিত করতে সাহায্য করে। এটি তথ্য অসুরক্ষিত থাকলে হ্যাকাররা অনৈতিকভাবে ব্যবহার করতে পারে এবং এটি জনগণের জীবনধারা এবং আর্থিক ক্ষতির কারণ হতে পারে। আগামী ৫ মার্চ দুর্গাপুরে সাইবার নিরাপত্তা ওসচেতনতা বিষয়ক বুট ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর পিয়ারলেস হোটেলের সভাঘরে l দুর্গাপুরের অন্যতম অগ্রণী মানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান ডি এস এম এস সাইবার নিরাপত্তা সচেতন বুট ক্যাম্পটির আয়োজক l ওই রাজ্যের বিশিষ্ট সাইবার স্পেশালিস্টরা হাতে কলমে সাইবার নিরাপত্তা বিষয়ে অবহিত করবেন l ডি এস এম এস এর এসিস্টেন্ট প্রফেসর অভিক কুমার দে জানিয়েছেন আগামী ৫ মার্চ ডি এস এম এস শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সসেলেন্স (CEO ) ও ল্যাব প্রতিষ্ঠা করা হচ্ছে যা শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠান গুলির সাইবার প্রতারণা গুলি চিহ্নিত ও সমাধানের প্রয়াস চালাবে ।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরের ডি এস এম এস শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রথম সামাজিক সুরক্ষার তাগিদে সাইবার সিকিউরিটি ল্যাব প্রতিষ্ঠিত হতে চলেছে আগামী ৫ই মার্চ । তারইএকটি সাংবাদিক বৈঠক হয়ে গেল সম্প্রতি ।
No comments:
Post a Comment