DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, September 9, 2023

পথ দুর্ঘটনায় নিহত জওয়ান এর পরিবারকে ৭৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুর্গাপুর লোক আদালতের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : পথ দুর্ঘটনায় নিহত জওয়ানকে ৭৫ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দুর্গাপুর লোক আদালতের। দৃষ্টান্তমূলক এই রায় দুর্গাপুর মহকুমা আদালতের
আবার পথ দুর্ঘটনায় নিহত Durgapu RAF Unit 7th Bataliant এ কর্মরত জওয়ান বিকী কাছারীর পরিবারকে 75,00,000/- টাকা ক্ষতিপূরণ দিতে গাড়ির ইন্সুরেন্স কোম্পানি সম্মত জানালে আজ দুর্গাপুরে আদলতে অনুষ্ঠিত জাতীয় লোক আদলতে মহামান্য বিচারপতির লোক আদালতের ডিভিশন বেঞ্চ এই 75,00,000/- টাকা আগামী এক মাসের মধ্যে আদলতে পোষ্যদের নাম বরাবর জমা দেওয়ার নির্দেশ দেন।গত নভেম্বর 2017 সালে সকাল বেলায় মাস্টার প্যারেড করতে 7th Batalian হেড কোয়াটার কল্যাণপুর যাবার সময় বীকি কাছারী পথ দূর্ঘটানায় নিহত, হয় সাথে একজন সিভিলিয়ান ব্যক্তি দেবাশীষ মল্লিক নিহত হয়।
তাদের ওয়ারিসান গণ দূর্গাপুর আদলতে ক্ষতিপূরণের আবেদন করেন সেই আবেদনের ভিত্তিতে আজ লোক আদালত সর্বোচ্চ রাশি যা দুর্গাপুরের লোক আদালতে দৃষ্টান্ত মূলক রায় দান করেন।
বীকী কাছারী জন্য 75 লাখ ও দেবাশীষ বাবুর জন্য 30 লক্ষ টাকা ক্ষতপূরণ দেওয়ার আদেশ দেন।
আদলতে আবেদন কারীদের পক্ষের বিশিষ্ট আইনজীবি আয়ুব আনসারী বলেন "ক্ষতিপূরণের রাশি কখনো মৃত ব্যক্তির অভাব পূরণ করতে পারে না" কিন্তু উক্ত ব্যক্তির অনুপস্থিতিতে সম্ভাব্য আর্থিক সহায়তা করে কিছুটা পারিবারিক স্বচ্ছলতা আনতে সাহায্য করে, যা খুবই প্রাসঙ্গিকতার দাবী রাখে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot