DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, August 24, 2025

দুর্গাপুর ইস্পাত নগরীর রাস্তা বেহাল ..পথে মানুষের স্বাক্ষর সংগ্রহ করে প্রতিবাদ..

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরের ইস্পাত নগরীর রাস্তা বেহাল। ৯ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ এভিনিউ, হর্ষবর্ধন এভিনিউ সহ বিস্তীর্ণ এলাকায় রাস্তার হাল বেহাল। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, অথচ কর্তৃপক্ষ নির্বিকার বলে অভিযোগ।একাধিকবার অভিযোগ জানিয়েও কোন সাড়া মেলেনি তাই আজ দুপুর  দেড়টায় নেমে পড়লেন পথে। নেতৃত্বে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্লব নাগ। পথ চলতি মানুষের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ চলছে জোরকদমে। পল্লব নাগের আক্রমণ, “রাস্তা বানালেও তিন–চার মাসের মধ্যে ভেঙে পড়ে। আমরা তাই আন্দোলনে নেমেছি। মানুষের স্বাক্ষর নিয়ে নগর নিগমে জমা দেবো। তারপর নিগম কর্তৃপক্ষকেই ইস্পাত কারখানার হাতে দিতে হবে।  রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার  বললেন আমরা ইতিমধ্যেই ইস্পাত কারখানাকে সতর্ক করেছি। আমরা আশাবাদী বৃষ্টি কমলেই রাস্তা হবে বলে আশ্বাস দিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot