DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, September 9, 2023

মোবাইল ফোন সহ সাইবার ক্রাইমে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল কোক ওভেন থানা

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বিভিন্ন থানা এলাকায় বাড়ছে সাইবার ক্রাইম সহ মোবাইল চুরির ঘটনা এবং এই সমস্ত ঘটনায় তৎপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানার পুলিশ । আজ উদ্ধার হওয়া মোবাইল সহ খোয়া যাওয়া টাকা ফিরিয়ে দিল কোকওভেন থানার পুলিশ। বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি মালিকদের হাতে তুলে দিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানার পুলিশ। শনিবার দুর্গাপুরের কোক ওভেন থানায় "ফিরে পাওয়া" নামে কর্মসূচির মাধ্যমে মোবাইল ফোনগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই নিজেদের মোবাইল ফিরে পেয়ে খুশি হয়েছেন মোবাইল ফোনের মালিকরা। তারা জানান, মোবাইল হারিয়ে যাওয়া বা চুরির পর থানায় তারা অভিযোগ করলেও সেগুলি যে ফিরে পাওয়া যাবে তা ভাবতেই পারেননি তারা। তাই এই কাজের জন্য তারা পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন। এই অনুষ্ঠানেই সাইবার প্রতারণার শিকার চন্দন চক্রবর্তী নামে এক ব্যাক্তির ব্যাঙ্ক একাউন্ট থেকে খোয়া যাওয়া ১৪ হাজার ৮২৪ টাকাও ফিরিয়ে দেওয়া হয়। তিনিও ভাবতে পারেননি এই টাকা ফেরৎ পাবেন। কোক ওভেন থানার ওসি বিজন সমাদ্দার বলেন, বর্তমানে নানা ভাবেই মানুষ প্রতারনার শিকার হচ্ছে। পুলিশের পক্ষ থেকে সাইবার প্রতারনা নিয়ে সব সময় মানুষকে সতর্ক করা হচ্ছে। এছাড়াও আমরা ‘ফিরে পাওয়া’ কর্মসূচীর মাধ্যমে সর্বদাই চেষ্টা চালাই হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তা মালিকদের ফিরিয়ে দিতে। আগেও এই কাজে আমরা সফল হয়েছি। তিনি সকলকে শুভেচ্ছা জানান।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot