দীর্ঘদিন বন্ধ থাকা CPIM এর পার্টি অফিস নিজে দাঁড়িয়ে থেকে খোলালেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। সিপিআইএমএর প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী কে সঙ্গে নিয়ে আজ এই দলীয় কার্যালয় টি খুলে দেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। ঘটনাটি অন্ডালের কাজোড়া মোড়ে। সিপিএম কার্যালয়টি খুলে দেওয়ায় খুশি বাম কর্মী সমর্থকরা। সিপিআইএমের অভিযোগ ছিল ,দীর্ঘদিন ধরে কার্যালয়টি তৃণমূল কংগ্রেস কর্মীরা তালা মেরে রেখে দিয়েছিশ। এবং সিপিআইএমের দলীয় ভাবনা আন্দোলন ও কার্যকলাপ কে বাধা দিচ্ছেন বলে সিপিএম কর্মী সমর্থকদের অভিযোগ উঠেছিল । আজ জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী নিজে উপস্থিত থেকে দলীয় কার্যালয় টি ফিরিয়ে দিলেন। এই ঘটনায় প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী জানিয়েছেন ভোটের সময় একটা ঝামেলা হয়েছিল সেই সময় দলীয় কার্যালয় টি বন্ধ হয়ে যায়, নরেন্দ্রনাথ চক্রবর্তী আমার কলেজের প্রাক্তন বন্ধু তার সাথে আলাপ-আলোচনা করে আজকে এই কার্যালয় খোলার ব্যাপারে সহমত ও সিদ্ধান্ত আমরা দুজনেই নিয়েছি। অশান্তি বা উত্তেজনা কোনটাই কাম্য নয় কোন দলের পক্ষেই। অন্যদিকে নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান ভোটের সময় অশান্তির ঘটনায় দু পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল উত্তেজন ছিল এলাকায় অশান্তির ঘটনা ঘটেছিল। তারপরে পঞ্চায়েত ভোটের সময়ও সিপিএমের কর্মী সমর্থকরা ভয়ে এই দলীয় কার্যালয় খুলতে পারেননি মাননীয় প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী তার সাথে আলোচনা করেন এ ব্যাপারে। রানীগঞ্জের কলেজ জীবন থেকে তারা দুটি ভিন্ন দলের রাজনৈতিক কর্মী ছিলেন সেই থেকে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সহবস্থান রয়েছে তাই নতুন করে কোন উত্তেজনা বা কোন ঝুট ঝামেলা যাতে না হয় সেসব আলোচনা করেই আমরা দু পক্ষই সহমত হয়ে তাদের দলীয় কার্যালয় টি খুলে দিয়েছি, তারাও তাদের মতাদর্শে তাদের যেমন রাজনৈতিক কাজকর্ম তারা করে যাবেন। আমাদের তৃণমূলের দলীয় কর্মীরা সমর্থকরা যাতে কোনো রকম ভাবে উত্তেজনার মধ্যে না পড়েন সেদিকটাও নজর রাখতে হবে দুপক্ষকেই। নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই সৌজন্যতা বোধের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক মহল।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : রাজনৈতিক টানাপোড়েন অভিযোগ এবং পাল্টা অভিযোগের মাঝেই এমন একটি ঘটনা ঘটলো অন্ডালে যা রাজনৈতিক সৌজন্যতার সাক্ষী থাকলো। সিপিএমের বন্ধ থাকা পার্টি অফিস খুলে দিলেন তৃণমূল বিধায়ক।
No comments:
Post a Comment