রাষ্ট্রায়ত্তর ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড বিলগ্নিকরণের চক্রান্তের প্রতিবাদে মন্ত্রী মলয় ঘটক, সাংসদ শত্রুঘ্ন সিনহা, শতাব্দী রায়, INTTUC রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জির হাত ধরে আন্দোলন শুরু করলো তৃণমূল শ্রমিক সংগঠন পরিচালিত কয়লা খাদান শ্রমিক কংগ্রেস । দুর্গাপুরে ঝাঁজরা কয়লা খনির সামনে থেকেই শুরু হল আন্দোলন। এক মাস ধরে সমস্ত কয়লা খনি ঘেরাও করে আন্দোলন হবে আগামী ১১ই অক্টোবর কেন্দ্রীয় সমাবেশের মাধ্যমে শেষ হবে আন্দোলন। শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেন কেন্দ্রীয় সরকার লাভ জনক রাষ্ট্রত্বর সংস্থাগুলিকে বিলগ্নীকরণ করার চক্রান্ত করছে। রাষ্ট্রায়ত্ত সংস্থার কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে ঠিকাদারদের বলেও অভিযোগ তোলেন তিনি। বলেন এভাবেই কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্তর সম্পত্তিগুলি বেসরকারিকরন করে শ্রমিকদের সমস্যার মুখে ফেলতে চাইছে। তবে এই চক্রান্ত কোনো ভাবেই মেনে নেওয়া হবে না। আজ আন্দোলনের সূচনা হল। পদযাত্রার মাধ্যমে চলবে আসানসোল, রানীগঞ্জ, অন্ডাল, পাণ্ডবেশ্বরের খনির কার্যালয় গুলির সামনে আন্দোলন।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণের চিন্তাভাবনা বারবার ভাবিয়ে তুলছে রাজ্য সরকার সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দের। খনি এলাকায় তাই চিন্তার ভাঁজ শ্রমিক নেতাদের । বেসরকারিকরনের হাত থেকে রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডকে বাঁচাতে মন্ত্রী মলয় ঘটক, সাংসদ শত্রুঘ্ন সিনহা, শতাব্দী রায়ের হাত ধরে আন্দোলন শুরু করলো কয়লা খাদান শ্রমিক কংগ্রেস
No comments:
Post a Comment