DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, September 13, 2023

বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদের নামে পোস্টার দুর্গাপুর আদালত ভবন চত্বরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  বিজেপি সাংসদ নিখোঁজ সহ নানান অভিযোগের পোস্টার  পড়লো দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে। বুধবার সকালে দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে এহেন পোস্টার দেখে হতবাক আদালতে আসা সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীরা সকলেই। পোস্টারে উল্লেখিত রয়েছে বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরেন্দর সিং আলুওয়ালিয়ার দেখা মেলে না। বাইরের এমপি চাইনা ঘরের ছেলে সাংসদ হোক, দুর্গাপুরের সাংসদ জি, দিল্লি থেকে ফিরল কি? -এমনই স্লোগান লেখা বিভিন্ন পোস্টার ছেয়ে গেছে আদালত চত্বরে। আইনজীবী কল্লোল ঘোষ জানান বিজেপির দলের অন্তর্দ্বন্দ্বের কারণেই এই পোস্টার। রাজ্যের সর্বত্র জুড়ে বিজেপির দলীয় অন্তর কোন্দল যেভাবে প্রকাশ্যে আসছে, এই পোস্টার তারই প্রমাণ দিচ্ছে শহর শিল্পাঞ্চলে বিজেপির দলীয় কোন্দল নিয়ে। অন্যদিকে বিজেপির যুব নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান রাতের অন্ধকারে কে বা কারা এই  কাজ করেছে তার জন্য প্রশাসনকে সক্রিয় হতে হবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। দলের তরফেও আমরা তদন্ত শুরু করেছি। মাননীয় সাংসদ অনেক উন্নয়নমূলক কাজ করেছেন এই কয়েক বছরে যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot