চিকিৎসার গাফিলতিতে তরুণের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো দুর্গাপুর মহকুমা হাসপাতালে। মঙ্গলবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিনা চিকিৎসায় তরুণের মৃত্যুকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন পরিবারের। পরিবার সূত্রের খবর মৃত তরুণের নাম রাহুল পাল। বয়স ১৮ ।রানিগঞ্জের টিডিবি কলেজের প্রথম বর্ষের ছাত্র। বাবা লক্ষণ পাল পেশায় দিনমজুর। দুর্গাপুরের গোপালপুর এর বাসিন্দা তারা। সোমবার সকাল দশটায় রাহুলের জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু সোমবার রাত্রে অভিযোগ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের সদস্যদের অভিযোগ রাত্রে হাসপাতালে বারবার চিকিৎসকদেরকে ডাকা সত্ত্বেও রাহুলকে দেখতে আসেনি কেউই। পাশাপাশি অভিযোগ ভুল ইনজেকশন দেওয়ার ফলে তার মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার সকাল থেকেই হাসপাতালে পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে আসে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : চিকিৎসার গাফিলতির অভিযোগে ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তেজনা দুর্গাপুর মহাকুমা হাসপাতালে ।
No comments:
Post a Comment