DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, September 14, 2023

ইস্পাত কারখানার সম্প্রসারণের জন্য পাঁচিল ঘেরার ভূমি পুজো করতে গিয়ে উত্তেজনা দুর্গাপুরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অর্থাৎ ডিএসপি কারখানার সম্প্রসারণের জন্য পাঁচিলের ঘেরা দেওয়ার কাজ করার জন্য ভুমি পূজো শুরু হয়েছিল ইস্পাত কর্তৃপক্ষের তরফ থেকে আজ সকালে দুর্গাপুরের তামলা এলাকায়। পুনর্বাসনের আগে পাঁচিলের কাজ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরে এই এলাকায় সকালে। ডিএসপি কর্তৃপক্ষ তামলা বস্তি এলাকায় পাঁচিল ঘেরার কাজের শুভ সূচনা করতে এসে বিপাকে পড়ে। ডিএসপি'র জমিতে বসবাসকারী কয়েক হাজার তামলা ও ফরিদপুর এলাকার বাসিন্দারা ডিএসপি'র ভিত পুজোর কাজ বন্ধ করে দেয়। ঘটনাকে কেন্দ্র করে ডিএসপি'র সিআইএসএফ ও এলাকাবাসীর সাথে বচসা শুরু হয়এলাকাবাসীরা অভিযোগ করে সিআইএসএফের জওয়ানরা তাদের উপর লাঠিচার্জ করেছে।কয়েকজন এলাকাবাসী আহত হয়েছে বলে দাবি। প্রতিবাদে গান্ধী মোড় থেকে মায়াবাজার যাওয়ার রাস্তা অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ শুরু করে ক্ষুব্ধ এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিস বাহিনী ও কমব্যাট ফোর্স। অবশেষে সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখার পর অবশেষে পুলিশ প্রশাসনের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় বাসিন্দারা। এলাকায় এখনো চাপা উত্তেজনা রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot