বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নামে নানা পোস্টার পড়েছিল সাংসদ নিখোঁজ বলে তাকে দেখা পাওয়া যায় না। আজ শুক্রবার সেই আদালত ভবন চত্বরে সামনে যে খাবার হোটেল গুলো রয়েছে সেখানেই একটি হোটেলে দলীয় কর্মীদের নিয়ে মধ্যাহ্নভোজে এলেন সাংসদ। দুর্গাপুর মহকুমা আদালত ভবনের বিল্ডিংয়ের সামনেই রয়েছে এই খাবার হোটেল গুলি।
হোটেলে খাবার খেতে খেতে সাংসদ বলেন কেউ কানা থাকে কেউ অন্ধ থাকে কেউ মন থেকে দেখে কেউ চোখ থেকে দেখে। কেউ আবার না দেখার ভান করে। যেখান থেকে আমার ছবি যে ডাউনলোড করেছে সে যদি আমার বায়োডাটা দেখে নিত তাহলে আমাকে আর বহিরাগত বলতো না। আমার জন্ম বর্ধমান জেলায়। কে এই পোস্টারটা লাগিয়েছে তার নামও জানি দুদিন পরে তাকে ফোন করে তার বাড়িতেও যাব চা খেতে। তাকে বলবো তার বউকে বলব তার বাচ্চাকে বলবো যে আমার চেহারা তো তোমরা দেখনি তাই আমার চেহারা তোমাদের দেখাতে এলাম। এদিন সকালে তার নিজের বাসভবনে দুর্গাপুরে ইস্পাত কারখানার উচ্ছেদ নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন মাননীয় সাংসদ।
No comments:
Post a Comment