DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, September 11, 2023

সিপিএমের বন্ধ পার্টি অফিস খুলে দেওয়ার সৌজন্যতা অন্যদিকে সিপিএম কর্মীকে গুলি ধোঁয়াশা ও রহস্য ঘনীভূত হয়েছে খনি এলাকায়

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : একদিন আগেই সৌজন্যতাবোধ দেখিয়ে অন্ডাল এর কাজোড়ায় সিপিএমের বন্ধ হয়ে যাওয়া পার্টি অফিস সৌজন্যতা দেখিয়ে খুলে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সিপিএমের প্রাক্তন সাংসদ বংশ গোপাল চৌধুরীকে সঙ্গে নিয়ে। উৎসাহ ও খুশীর আমেজ  ছিল খনি এলাকায়।  একদিন পরে আবারো সেই খনি এলাকার অন্ডালের সিঁদুলি এলাকায় সিপিএম কর্মীর গাড়ি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।  অভিযোগ করেছেন এলাকার সিপিএম নেতা তুফান মন্ডল। তার অভিযোগ তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের দিকে। অন্যদিকে বুদ্ধদেব সরকার যার গুলি লেগেছে তাকে দুর্গাপুর এর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে আবার সিপিএমের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী তাকে সিপিএম কর্মী বলতে মানতে নারাজ। একদিকে যখন খনি এলাকার নেতা তুফান মন্ডল বলছেন তিনি সিপিএম কর্মী তিনি এলাকায় আবার নতুন করে মানুষকে সঙ্গে নিয়ে সংগঠন মজবুত করার চেষ্টা করছিলেন তাহলে অন্যদিকে সিপিএম নেতা বংশ গোপাল চৌধুরী এই কথা বলছেন কেন সব নিয়ে এক অজানা রহস্য এবং ধোঁয়াশা তৈরি হয়েছে খনি এলাকায়। অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি তথা পান্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান এই ব্যক্তি পঞ্চায়েতের কর্মী ছিলেন এবং দুষকর্মের কাজে যুক্ত ছিলেন এবং আজ রাতে তিনি মদ্যপ অবস্থায় ওই এলাকায় গেছিলেন কেন গেছিলেন তার কোন উত্তর নেই।  এবং ভোটের আগে নানান ভাবে আমাদের কর্মীদেরকে সমর্থকদের ভাঙ্গিয়ে পঞ্চায়েত দখল করার চেষ্টাও করেছেন। এলাকা অশান্ত করার চেষ্টা করছিলেন। আগামীকাল পঞ্চায়েতের সঞ্চালক নির্বাচনের দিন । এই নির্বাচনের আগে একটা অশান্তির পরিবেশ তৈরি করার জন্য পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটনার অভিযোগ তোলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন আমি প্রশাসনকে এবং পুলিশকে বলবো এর সঠিক তদন্ত করে দোষীদের খুঁজে বার করার জন্য।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot