DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, September 11, 2023

অটো টোটো হকারদের দৌরাত্ম নিয়ে বিরক্ত দুর্গাপুরের বণিক সভা। লিখিত অভিযোগ দায়ের।

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আর থাকতে না পেরে অবশেষে দুর্গাপুরের বণিক সভা দুর্গাপুরের বিভিন্ন বাজার বিশেষ করে দুর্গাপুরের বেনাচিতি বাজারে অটো টোটোর দৌরাত্ব আর ফুটপাতের হকারদের অনড় দাদাগিরি মনোভাবের বিরুদ্ধে সরব হয়ে দুর্গাপুর পুর নিগমের প্রশাসককে ডেপুটেশন জমা দিলেন।
সোমবার  দুর্গাপুর চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় কে  ডেপুটেশন দেয়া হলো। মূলত বেনাচিতি বাজারে অটো টোটোর দৌরাত্ব বেড়ে গেছে, এছাড়াও ফুটপাতের দোকানগুলি এমন ভাবে দোকান লাগাচ্ছে, যাতে বেনাচিতির রাস্তা ক্রমশ ছোট হয়ে আসছে, সমস্যায় পড়ছেন বাজারে দোকানের ব্যবসায়ীরা। এইসব দাবি দাওয়া নিয়ে পুর প্রশাসক কে ডেপুটেশন দেয়া হলো, এছাড়াও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট কে ডেপুটেশন দেয়া হবে বলে জানান। বেনাচিতি বাজার ছাড়া দুর্গাপুরে অন্যান্য বাজারেও একই সমস্যা বলে জানিয়েছেন দুর্গাপুরের বণিক সভা

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot