DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, August 11, 2022

পাণ্ডবেশ্বরে অনুষ্ঠিত হল রাখিবন্ধন উৎসব

  


দুর্গাপুর আপডেট নিউজ ডেক্সঃ  পাণ্ডবেশ্বরে অনুষ্ঠিত হল রাখিবন্ধন উৎসব ।পাণ্ডবেশ্বর ব্লক যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই রাখিবন্ধন উৎসব অনুষ্ঠিত হল পান্ডবেশ্বর ব্লক সমষ্টি উন্নয়ন অফিস প্রাঙ্গণে।এই রাখিবন্ধন উৎসবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরি, সহসভাপতি রমা রুইদাস,পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কিরীটি মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ । অখণ্ড বঙ্গের বিভাজন রোধ তথা ভারতের ঐক্য সুনিশ্চিত করার উদ্দেশ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধনের সুপ্রাচীন ঐতিহ্যকে সমাজের সর্বস্তরে নবরূপে প্রতিষ্ঠা ও প্রচলন করেছিলেন । 



মানুষের সঙ্গে মানুষের বিভেদ নিরসন,সাম্প্রদায়িক শক্তি রক্ষা এবং দেশকেএগিয়ে নিয়ে যেতে আজও এই রাখিবন্ধন উৎসব প্রাসঙ্গিক ও জরুরি। তাই রাজ্যব্যাপী সংস্কৃতি দিবস পালনের অনুষঙ্গে রাখিবন্ধন উৎসব অনুষ্ঠিত হল পান্ডবেশ্বর ব্লকে। মোস্তারী থেকেও এল পাণ্ডবেশ্বর ব্লকের অন্তর্গত সকল ICDS কর্মী,আশাকর্মী দেশ বিশেষভাবে সম্মানিত করা হয় রাখি পরিয়ে।।বিধায়ক নিজে   সকলের হাতে রাখি পড়িয়ে রাখিবন্ধন উৎসবের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে এসে বিধায়ক বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়  পশ্চিমবঙ্গের সকল জায়গাতেই আজ রাখিবন্ধন উৎসব অনুষ্ঠিত হচ্ছে ।এই রাখিবন্ধন ভ্রাতৃত্বের প্রতীক এবং সমাজের সকল সাম্প্রদায়িক শক্তিকে বিনাশ ঘটাবে, দিকে দিকে ফুটে উঠবে ঐক্যের ফুল ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot