DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, August 10, 2022

পশ্চিম বর্দ্ধমান জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত ভারত জোড়ো পদযাত্রা

  


দুর্গাপুর আপডেট নিউজ ডেক্সঃ  পশ্চিম বর্দ্ধমান জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত ভারত জোড়ো পদযাত্রার দ্বিতীয় দিন।আজ সকালে আসানসোল বাসস্ট্যান্ড মিটিং এর পর পদযাত্রা শুরু হয়।এরপর পদযাত্রা চাঁদামোড়ে যায়।সেখানে সভার পর রানীগঞ্জ পাঞ্জাবি মোড়ে পোঁছায়।পাঞ্জাবি মোড়ে শহীদ ভগৎ সিং এর স্ট্যাচুতে জেলা সভাপতি মাল্যাদান করেন।তারপর সেখানে মিটিংয়ের পর পদযাত্রা অন্ডালের দিকে যাত্রা শুরু করে। আজকের সভাগুলিতে বক্তব্য রাখেন জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী, কার্যকরী সভাপতি হরজিৎ সিং, শ্রমিক নেতা চন্ডী ব্যানার্জী,চন্ডী চ্যাটার্জ্জী,তরুন গাঙ্গুলি,প্রসেনজিৎ পুইতুন্ডি, ইন্দ্রজিৎ সিং সহ বিভিন্ন নেতৃত্ব ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot