স্বাধীনতার ৭৫ বছর উদযাপন ও বীর শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস
ক্যাম্প-১
DYFI কাঁকসা ১ নং আঞ্চলিক কমিটির উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান সংগঠিত হয় সিলামপুর কমিউনিটি হলে। ৫ জন মহিলা সহ মোট ৩৩জন রক্তদান করেছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে।
ক্যাম্প -২
DYFI জামুড়িয়া অজয় ইষ্ট কমিটির উদ্যেগে চিচুঁড়িয়া গ্রামে আয়োজিত রক্তদান শিবিরে ৩জন মহিলা সহ মোট ৩০ জন রক্তদান করেছেন। আসানসোল জেলা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছেন।
পশ্চিম বর্ধমান জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সভাপতি আইনজীবী আয়ূব আনসারী এবং সম্পাদক সুজন চক্রবর্তী সকল রক্তদাতা বন্ধু,আয়োজক সংগঠন এবং মেডিকেল টীম সদস্য বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
No comments:
Post a Comment