DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, August 12, 2022

এলাকার মানুষের সমস্যার সমাধানে বুদবুদ থানায় অনুষ্ঠিত হল মিট ইউর অফিসার কর্মসূচি

 




দুর্গাপুর আপডেট, নিউজ ডেক্সঃ বৃহস্পতিবার বুদবুদ থানায় 'মিট ইউর অফিসার' কর্মসূচি পালন করা হলো। এদিন 'মিট ইউর অফিসার' এই কর্মসূচিতে যোগ দেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম, এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল, বুদবুদ থানার ভারপ্রাপ্ত ওসি মইনুল হক, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা সহ পুলিশ আধিকারিকরা।




এদিন বুদবুদ থানার অন্তর্গত যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি তাদের সমস্যার কথা শোনেন পুলিশ আধিকারিকরা। পাশাপাশি সেগুলি কিভাবে দ্রুত সমাধান করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন পুলিশ আধিকারিকরা।



এলাকার বেশ কিছু দুস্থ মহিলাদের হাতে নতুন পোশাক এবং বিশেষভাবে সক্ষম বেশ কয়েকজন মানুষকে হুইল চেয়ার প্রদান করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম। বুরবুর থানায় সদ্য দায়িত্ব ভার গ্রহণ করেছেন অফিসার ইনচার্জ মইনুল হক। বুদবুদ এর মত জনবহুল একটি এলাকায় মিট ইওর অফিসার অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত এলাকার মানুষের সমস্যার কথা শোনা ও দ্রুত সমাধানের জন্য দায়িত্বভার গ্রহণের পর পরই মানুষের পাশে থাকতে দ্রুত এই অনুষ্ঠানের উদ্যোগ নেন তিনি। সরাসরি অফিসারদের সঙ্গে কথা বলতে পেরে এবং সমাধানের আশ্বাস পেয়ে খুশি এলাকার মানুষ ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot