দুর্গাপুর আপডেট নিউজ ডেক্সঃ প্রথম যখন দুর্গাপুরে এসেছিলেন সবাই বলেছিল বহিরাগত। তার দেখাই পাওয়া যাবে না। অবশেষে মন্ত্রী হবার পর সেই সব কথা স্মরণ করতে গিয়ে কেঁদে ফেললেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার দুর্গাপুরের নগর নিগমের সংবর্ধনা অনুষ্ঠানের সভাঘরে।
বললেন প্রথম যখন দুর্গাপুরে পা রেখেছিলেন বিধায়ক পদে লড়াই এর জন্য তখন বিরোধীরা নানান মন্তব্য করেছেন অবশেষে তিনি দুর্গাপুর পূর্বে বিধায়ক পদে জয়লাভ করেছেন দুর্গাপুরের মানুষের অকুন্ঠ সহযোগিতায় ও ভালোবাসায়। সেই ভালোবাসা মাথায় নিয়েই তিনি আজ মন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পঞ্চায়েত ভোটের আগে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করবেন বয়সটা ফ্যাক্টর নয়। গতকাল বিকেলে দুর্গাপুরে এসে পৌঁছান রাজ্যের নতুন পঞ্চায়েত ও গ্রামউন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার দুর্গাপুর শহর প্রথম পেল এক মন্ত্রী তাদের শহরে । তাই আনন্দ উচ্ছ্বাসে উৎসবে ফেটে পড়েছে দুর্গাপুরবাসী। দুর্গাপুরে নানান জায়গায় তাকে সম্বর্ধনা জানানো হলো। দুর্গাপুর পুরসভা মেয়র সহ সমস্ত কাউন্সিলররা যখন তাকে সম্বর্ধনা দিয়েছিলেন দুর্গাপুরের আপামর জনসাধারণের ভালবাসা এবং সহযোগিতার কথা উল্লেখ করে প্রদীপবাবু কেঁদেই ফেললেন। বললেন এত ভালোবাসা এত সহযোগিতা পাব কোনদিন ভাবিনি।
নানান জায়গায় সম্বর্ধনা র্যালি এসব হওয়ার পর দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগীদের জন্য অক্সিজেন প্লান্টের উদ্বোধন করেন প্রদীপ মজুমদার। এর সঙ্গে সঙ্গে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন করেন এছাড়া রোগীরা যাতে পর্যাপ্ত জল পায় হাসপাতালে যাতে জলের কোন অসুবিধা না হয় তার জন্য হাসপাতালে নতুন জল প্রকল্পের কাজের সূচনা করেন নারকেল ফাটিয়ে। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ দুর্গাপুর পুর নিগমের মেয়র সমস্ত মেয়র পারিষদ কাউন্সিলর বিভিন্ন জেলা নেতৃত্ব সহ মহকুমা শাসক এবং বিভিন্ন বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন এই দিন এই উদ্বোধন অনুষ্ঠানে।
No comments:
Post a Comment