DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, July 17, 2022

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে ডিপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র কে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন

  

দুর্গাপুর আপডেট নিউজ ডেক্সঃ  মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে ডিপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র কে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন। রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের নির্দেশে সেই রি স্ট্রাকচারিং এর কাজ চলছে। ডিপিএলের শ্রমিকদের স্বার্থ নিয়ে বেতন পরিকাঠামো সহ অন্যান্য সুযোগ-সুবিধা সব বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে। এই তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় যে দমকল কেন্দ্র বাম আমলে বন্ধ হয়ে গেছিল তাও ডিপিএলকে ঢেলে সাজানোর সময় আবারো খোলার  কথা জানালেন পশ্চিম বর্ধমান জেলার আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক। 

তিনি আরো বলেন কংগ্রেসের দুর্গাপুর শিল্পাঞ্চলের বেশিরভাগ নেতাই দলে যোগ দিয়েছেন আগামী দিনে সিপিএম সহ অন্যান্য সংগঠনের নেতৃত্ব কেও আপনারা দলে দেখতে পাবেন। তারা অনেকেই যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছেন। ২১ শে জুলাই কলকাতায় শহীদ দিবসের সমর্থনে দুর্গাপুরের গ্যামনব্রীজ সংলগ্ন ময়দানে এক সমাবেশের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে । 

সমাবেশে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল শ্রমিক সংগঠন আইনটি টিইউসির সভাপতি অভিজিৎ ঘটক জেলার যুব তৃণমূলের সভাপতি কৌশিক মন্ডল দুর্গাপুর নগর নিগমের জল দপ্তরের মেয়র পারিষদ দীপঙ্কর লাহা ,  বিশিষ্ট আইনজীবী তথা পুরপিতা দেবব্রত সাঁই  সহ অন্যান্য বিশিষ্ট তৃণমূলের কাউন্সিলর সহ শ্রমিক নেতৃত্বরা  । 

তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস পালনে এদিন দুর্গাপুরের  কর্মী-সমর্থকদের আহ্বান জানানো হয় সভামঞ্চ থেকে। একুশে জুলাই এর সমর্থনে আগামী ১৬ তারিখ দুর্গাপুর শহরে মহা মিছিল হওয়ার কথা জানানো হয় সভা মঞ্চ থেকে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot