দুর্গাপুর আপডেট নিউজ ডেক্সঃ উৎসবের মেজাজে চতুরঙ্গ দুর্গা পূজা কমিটির খুঁটিপূজোয় মাতল সকলে আর বেশি দিন নেই মা আসছেন .. আনন্দে মেতেছে আপামর শহরবাসী। নিয়ম অনুযায়ী দুর্গাপুরের চতুরঙ্গ দুর্গোৎসব পুজো কমিটির পুজোর খুঁটিপুজো অনুষ্ঠিত হল শনিবার । ৩৫ তম বর্ষে পদার্পন করল তাদের এই বছরের পুজো । বরাবরই শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের কেন্দ্রস্থলে চতুরঙ্গ ময়দানে অনুষ্ঠিত এই পুজো শহরবাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দু ।
বিগ বাজেটের পুজো হলেও বিগত ৫ বছর ধরে যদিও সেই পুজো পাঠক সমাবশে থিম পুজোর ভিড়ে নাম লিখিয়েছে। আর তাতেই বাড়তি আকর্ষণ শহরবাসী ।জিতেছে বেশ কয়েক শ্রেষ্ঠত্বের পুরস্কারও । শনিবার পুজো খুঁটিপুজো উপলক্ষেও উপস্থিত ছিলেন পুজো কমিটির সেক্রেটারি শিউলি মুখার্জি ,দুর্গাপুর মহকুমা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত ,কমিটির সদস্যা রীতা রাহা , শর্মিষ্ঠা মুন্সিসহ অন্যান্য সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা । তাঁরা জানান করোনা দুবছর অতিভারী কাটিয়ে এ বছর ফের চতুরঙ্গের ঐতিহ্যবাহী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ফিরতে চলেছে ।
No comments:
Post a Comment