DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, July 17, 2022

"দুর্গাপুর ডিপিএল কলোনির বি- জোন আদি বেদীর খুঁটিপুজো"


দুর্গাপুর আপডেট নিউজ ডেক্সঃ সোমবার মহা সমারোহে এ বছরের দুর্গাপুজোর আগে খুঁটিপুজো সারলেন দুর্গাপুরের কোক-ওভেন কলোনির বি-জোন আদি বেদীর পুজো কমিটি। খুঁটি পুজোকে ঘিরে স্থানীয় মহিলাদের মধ্যে ছিল প্রচুর উৎসাহ। বি-জোন আদিবেদীর  পূজা কমিটির সম্পাদক উমাপদ দাস জানান,  এই পুজো এবছর  ৮০ বছরে পদার্পণ করল।  গত দু বছর কোভিড এর    ভয়াবহতার জন্য ঠিকমতো পুজো করা যায়নি।  এ বছর আমরা জাঁকজমক করে পুজো করার পরিকল্পনা করেছি।   এবার বুদ্ধ  গয়ার বৌদ্ধ মন্দিরের আদলে প্যান্ডেল করা হবে। এদিনের খুঁটিপুজোয় নারকেল ফাটিয়ে উৎসাহ দেন   স্থানীয় পৌরপিতা শশাঙ্ক শেখর মণ্ডল  ও তৃণমূলের নেতা উত্তম মুখোপাধ্যায়।  এছাড়া সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা স্বপন বন্দ্যোপাধ্যায় ও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot