মঙ্গলবার দুপুর ১:৩০ টায় দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি স্কুলে অভিভাবক ও পুলকার মালিকদের নিয়ে বৈঠক হয়। উলুবেরিয়ায় পুলকার দুর্ঘটনায় তিন পড়ুয়ার মৃত্যুর পর রাজ্য জুড়ে কড়া নির্দেশিকা জারি হয়েছে। ডিসি ট্রাফিক জানান, নিয়ম ভাঙলে অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, আইন ভাঙলে কাউকে ছাড়া হবে না।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : পুলকারে ‘রোড সেফটি’ নিয়ে কড়া পদক্ষেপ নিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। পার্সোনাল গাড়িকে পুলকার হিসেবে চালালে ৩১ জানুয়ারির পর আর রেহাই মিলবে না বলে জানালেন ডিসি ট্রাফিক পিভিজি সতীশ পশুমার্থী। দুর্ঘটনা রুখতে প্রতিটি স্কুলে গঠন করা হবে স্কুল রোড সেফটি কমিটি, যেখানে থাকবেন স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক, ট্রাফিক পুলিশ ও পুলকার কর্তৃপক্ষ।
No comments:
Post a Comment