DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, December 17, 2025

উচ্ছেদের মধ্যেই দুর্গাপুরে ডিভিসির চেয়ারম্যান এলাকার উন্নয়নে নতুন হাসপাতালের শিল্যানাস

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে ডিভিসি হাসপাতালের শিলান্যাস, গ্রামবাসীদের স্বাগত চেয়ারম্যানকে। ডিভিসি ডিটিপিএস-এর ৮০০ মেগাওয়াটের পঞ্চম ইউনিটের কাজ চলাকালীন বুধবার রাতুরিয়া–অঙ্গতপুর এলাকায় হাসপাতালের শিলান্যাস করলেন ডিভিসি চেয়ারম্যান এস. সুরেশ কুমার। শঙ্খধ্বনি ও চন্দনের টিপ দিয়ে তাঁকে বরণ করে নেন গ্রামবাসীরা। এলাকাবাসীদের দাবি, দ্রুত প্রকল্পের কাজ শেষ করে কাজের গতি বাড়ানো হোক, যাতে এলাকার উন্নয়ন হয়। প্রসঙ্গত, পাঁচ দিন আগে অর্জুনপুর–তেতুলতলা এলাকায় উচ্ছেদে বাধা ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল।এদিন চেয়ারম্যান জানান, গ্রামবাসীদের অভ্যর্থনায় তিনি খুশি এবং প্রকল্পের কাজ আরও দ্রুত এগোনো হবে। উচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট জমি ডিভিসির নিজস্ব এবং বাধার কারণে শিল্পের অগ্রগতি ব্যাহত হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot